Posts

চিন্তা

একটা ১০০টাকার নোট ও অঢেল সময়ের গল্প

September 16, 2024

হাসান শহীদ

175
View


মস্তিস্ক/মগজ/নিউরন থাক বা না থাক,সকল প্রাণীই প্রাণের তিন ধর্ম রক্ষার তাগিদেই মানব শরীরকে প্রতিকূলতা জয় কিংবা প্রতিকূলতা মানিয়ে নেয়ার দক্ষতা দেয়।অদম্য অসীম ও বিচিত্র এসব ক্ষমতার ই প্রকাশ, লজ্জাবতীর পাতায়,ডালের চিপায় বড়ো হওয়া বিচিত্র আকারের ফলে,অন্ধ মানুষের চলায় কিংবা বিকলাঙ্গ মানুষের বেঁচে থাকায়।কেনো এমন হয়?

যে প্রশ্নের উত্তর ই প্রাণ সৃষ্টির সহজাত কাঁচামাল।আর

মানব অঙ্গ আর মগজের গভীরে ঘটে চলা আণুবীক্ষনিক ক্রিয়াকলাপের নিবিড় ও সম্যক পর্যবেক্ষণ, সহজাত এসব ধর্মের প্রাণ" উদ্ভবের রহস্য জানতে সাহায্য করবে।

রান্নার মেনু রান্নাঘরে উপস্থিত কাঁচামালেই হয়,গায়েবি উপাদানে হয়না।বিচিত্র স্বাদের,বিচিত্র রঙের, গন্ধ আর আকারের খাবারের মধ্যে শুধু উপস্থিত উপাদানের ই অস্তিত্ব পাওয়া যায়।চাল ডাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ উপস্থিত থাকলেই খিচুড়ি হবে। বিরিয়ানি বা অন্যকিছু হবেনা।

প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের রান্নাঘর আর দেহ পরিচালনার প্রধান কারিগর বা পাওয়ার হাউজ হলো মস্তিস্ক,হৎপিন্ড,স্নায়ু-মোটর আর নিউরনের মিথস্ক্রিয়ার ফল,এই মস্তিস্ক সহজাত ধর্ম লাভের সময় থেকেই পঞ্চ ইন্দ্রিয়ের ফাঁদ দিয়ে প্রতিনিয়ত তথ্য সংগ্ৰহ করছে।সে জানে প্রাথমিক আত্মরক্ষা সম্ভব হলে তবেই পরবর্তী বিপাকীয় ও বংশবিস্তার ধর্মের জন্ম হবে।নতুবা হবেনা।প্রাণের অকাল মৃত্যু হবে।

অকালে মরতে চায়না বলেই মগজ একদিকে প্রতিকূলতা সম্পর্কে নানারকম তথ্য সংগ্ৰহে (চেতনে অবচেতনে) তৎপরতা,অপরদিকে স্বপ্নের ছলে স্মৃতির আড়ালে সেসব তথ্যের সারাংশ,আউটপুটের স্মৃতি বানাতে ঘটানো  তথ্যের বিন্যাস ও সংযুক্তি।মগজের দ্রুততম সময়ে প্রতিকূলতার সমাধান লাভের চেষ্টায় ছিলো আমাদের বাল্যকালের প্রতিটা দুঃস্বপ্নের কারণ। ঝুঁকি সম্পর্কিত যাবতীয় তথ্য মস্তিস্ক স্বপ্নের মাধ্যমে প্রতিকূলতার এক্সিট রুপে ঘটনা ঘটার পূর্বেই স্বপ্নের মঞ্চে মন্ঞ্চস্হ হওয়া স্বপ্নরাই স্মৃতি আকারে জমা করায়।পৌরাণিক চরিত্র কিংবা ভুতের তথ্য বৃদ্ধির সাথে বাড়তে থাকা প্রাণের ঝুঁকিই বাস্তব ভুত দর্শনের পুর্বেই আমাদের ভুতের স্বপ্ন দেখায়।অভিজ্ঞতায় প্রতিরক্ষার কৌশল শিখায়।
সবার শেষে জন্ম নেয়া সহজাত ধর্ম বংশবিস্তার, পঞ্চ ইন্দ্রিয়ের সংগৃহীত তথ্য মালার ই উপহার ,বাস্তব যৌনমিলন অভিজ্ঞতা লাভের পূর্বেই স্বপ্নে আমাকে যৌন মিলনের অভিজ্ঞতা দেয়।

প্রতিটা বিষয়ের স্বতঃস্ফূর্ত ও সংগৃহীত সকল তথ্যের গুণ ও পরিমানের আড়ালেই পরিচালিত হচ্ছে আমাদের  তথাকথিত আপাত নিরাপদ,আপাত নৈতিক,আপাত সঠিক অনুভুতির এক একটি আপেক্ষিক জীবন।যেমন মোবাইল সম্পর্কে ১০টি তথ্য একজন বাটন ফোন ব্যবহারকারীকে শুধু কল রিসিভ কল ডায়াল আর সেভ নাম্বার করা শিখায়,তেমনি আবার মোবাইলের লক্ষ লক্ষ তথ্য একজন ব্যবহারকারীকে  মেধাবি মোবাইল ইন্জিনিয়ার বানায়।

Comments

    Please login to post comment. Login