Posts

নিউজ

মারা গেলেন লেবানিজ উপন্যাসিক ইলিয়াস খুরি

September 16, 2024

নিউজ ফ্যাক্টরি

লেবাননের প্রখ্যাত উপন্যাসিক ইলিয়াস খুরি রোববার (১৫ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে মারা যান। লেবানিজ পত্রিকা আল কুদস আল আরাবি এই খবর জানিয়েছে। খুরি তার রাজনৈতিক উপন্যাস এবং ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য পরিচিত ছিলেন।  

আরবি সাহিত্যের নেতৃস্থানীয় কণ্ঠস্বর এই লেখক কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত গত এক বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।    

খুরি কয়েক দশক ধরে আরবি ভাষায় সামষ্টিক স্মৃতি, যুদ্ধ এবং নির্বাসনের বিষয়বস্তুকে ভিত্তি করে লেখালেখি করেছেন। পাশাপাশি তিনি সংবাদপত্রের জন্যও লিখেছেন। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে যুক্ত একটি পত্রিকাও সম্পাদনা করতেন।

তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তিনি লেবানিজ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব প্যারিসে লেখাপড়া করেন। তিনি লেবাননের গৃহযুদ্ধে অংশগ্রহণ করে আহত হন।

১৯৭৫ সালে ‘অন দ্য রিলেশনস অব দ্য সার্কেল’ উপন্যাসের মাধ্যমে সাহিত্যে আত্মপ্রকাশ করেন তিনি। এর দুই বছর পর অর্থাৎ ১৯৭৭ সালে 'লিটল মাউন্টেন' প্রকাশ করেন। এটিকে আরবিতে প্রথম আধুনিক বা পরীক্ষামূলক উপন্যাসগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এতে লেবাননের গৃহযুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।  

তার অন্যতম বিখ্যাত উপন্যাস ‘গেট অব দ্য সান’। এটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে নিজেদের ভূমি থেকে বিতাড়িত ফিলিস্তিনি শরণার্থীদের গল্প বলা হয়েছে। মিশরীয় পরিচালক ইউসরি নাসরাল্লাহ এই উপন্যাস অবলম্বনে একটি সিনেমা নির্মাণ করেছেন। 

খুরির অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে দ্য জার্নি অব লিটল গান্ধী, দ্য কিংডম অব স্ট্রেঞ্জারস, ইয়ালো, ব্রোকেন মিররস এবং চিলড্রেন অব দ্য ঘেটো। তার অনেক বই ফরাসি, ইংরেজি, জার্মান, হিব্রু এবং স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি বেশ কয়েকটি সংবাদপত্র ও ম্যাগাজিনের সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।       

আরবি সাহিত্যের গুরুত্বপূর্ণ এই লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুমানিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক আলিনা স্তেফানেস্কু। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘আমি এই মাত্র জানতে পেরেছি যে ইলিয়াস খুরি আজ মারা গেছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই।'  

সূত্র: আল জাজিরা   

Comments

    Please login to post comment. Login