পোস্টস

কবিতা

হ্যাভেন ফ্রম হেল

১৭ সেপ্টেম্বর ২০২৪

Shifat Binte Wahid

মূল লেখক সিফাত বিনতে ওয়াহিদ

তোমার হাতে ইচ্ছে করে থাকি
আরো কিছুটা সময় ধরে রাখি
আগুন জানি ডাকছি নিজের থেকেই
সহজ তো নয় সবার পথ আলোর।

 

তোমার বুকে উড়বো কেমন করে?
বন্ধ রেখেছো, চেনাওনি পথ ভালো
ফিরবো কোথায়, সে পথও নিইনি চিনে
পাখভাঙা পাখি বসে থাকি মন্দিরে।

 

ছল-চাতুরীর জানিনে যে কোনো ভাষা
একটু আদরে গলে গলে ভেঙে পড়ে
ভেবে নিই বুঝি মিলেছে বুকে ঠাঁই
মোহ ভাঙে, আমি ভেঙে যাই পুরোটাই।

 

সব শোক সবো, শক্তি কোথায় এত?
বোকা বোকা চোখে চেয়ে থাকি রাত্রিরে
যেমন ইচ্ছে যাচ্ছো চলে এসে
জন্ম থেকে একাই ঘাঁটছি নরক!

 

১৭ সেপ্টেম্বর, ২০২৪
বারিধারা, ঢাকা।