১.বাসায় কাচের plate ব্যবহার করুন।
নতুন glass বা বাটিসেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন।
সব সময় নিজেদের কে well treat করুন।
২.বাসা যদি চান ঝকঝকে থাকুক তাহলে জেট পাউডার দিয়ে একবার একটা রুম মুছুন। আবার পরিস্কার পানিতে মুছুন।
এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন।
ফ্যান ছেড়ে দিন। হাটলেই দেখবেন চকচকে আয়নার মত দেখাবে।
৩.ফ্যান মুছলেও কালো একটা দাগ পরে থাকে, তাই ভিম পাউডার কাপরে নিয়ে মুছুন দেখবেন কালশিটে দাগ নাই।
৪.ঘর সাজানো ফুল মাসে একবার এক চিমটি জেট পাউডার এ চুবিয়ে ধুয়ে ফেলুন। সাদা ফুল বেশি ময়লা ধরে।
৫.বাসার লাইট এক একদিনে এক এক রুম করে মুছে ফেলুন। জানালার grll ও ঝাড়পোছ করতে হয় তাহলে ঝুল জমে না।
৬.টয়লেট ৭দিন পর পর যদি ভিম পাউডার দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে ফেলেন ময়লা বসে না। তবে সাথে একবার হারপিক দিতে হয়।
৭.মাসে একবার furniture সরিয়ে deep clean করুন এতে ময়লা জমে থাকবে না।