Posts

কবিতা

খুলে দাও হৃদয়ের জলকপাট (Premium)

September 17, 2024

আওয়াল হোসেন টুটুল

0
sold
জলকপাট খুলে দাও, বন্ধু!
দু চোখের সব জলকপাট খুলে দাও—
মানুষের দুঃখে, মানুষের যন্ত্রণায়।
বাঁধনছাড়া জলের স্রোতে
নিভে যাক প্রতিহিংসার আগুন,
ডুবে যাক লালসা আর লোভ,
ভেসে যাক পুরনো প্রথা,
ধুয়ে যাক জীর্ণমলিনতা।

জলকপাট খুলে দাও, বন্ধু।
হৃদয়ের সব কটা জলকোপাট খুলে দাও—
মানুষের প্রেমে, মানুষের উপকারে।
জলের ধারায় ভেসে আসুক পুণ্য-প্রীতি-প্রেম,
ভেসে আসুক মমতামাখা পলি।
সে পলি থিতিয়ে পড়ুক হৃদয়জমিনে
পলিপড়া উর্বর মাটিতে অনুরাগের চাষ হোক অবিরাম।
মানবপ্রেমের সোনালি ফসলে ভরে যাক হৃদয়ের গোলা।

জলকপাট খুলে দাও, বন্ধু।
খুলে দাও হৃদয়ের জলকপাট,
খুলে দাও দু চোখের জলকপাট।



কামারেরচর
২০২৪-০৮-২৭ মঙ্গলবার, রাত ৮:১০

This is a premium post.

Comments

    Please login to post comment. Login