হেমন্তের বাতাসে ফসলের গন্ধ খুঁজি।
ফসলের গন্ধ কই?
তিলোত্তমা শহরের বাতাসে হুহু করে বইছে পেট্রোল আর ডিজেলের গন্ধ।
জীবনানন্দ অনেক চেষ্টা করেও আজ আমার মাথায় ভর করতে পারলেন না।
হয়তো এ শহরের কৃত্রিম নিয়ন আলোয় চিনতে পারেননি আমায়।
অপেক্ষায় থেকো জীবনানান্দ!
কলকাতার মতো আমার এ তিলোত্তমা শহরে ট্রাম না চললেও ট্রাক চলে।
ইটের প্রাচীরে আমারও আজকাল দম আটকে আসে।
অপেক্ষায় থেকো…