পোস্টস

কবিতা

অপেক্ষায় থেকো জীবনানন্দ

১৭ সেপ্টেম্বর ২০২৪

Shahinur Akter

হেমন্তের বাতাসে ফসলের গন্ধ খুঁজি।

 ফসলের গন্ধ কই?

 তিলোত্তমা শহরের বাতাসে হুহু করে বইছে পেট্রোল আর ডিজেলের গন্ধ।

 জীবনানন্দ অনেক চেষ্টা করেও আজ আমার মাথায় ভর করতে পারলেন না।

হয়তো এ শহরের কৃত্রিম নিয়ন আলোয় চিনতে পারেননি আমায়। 

অপেক্ষায় থেকো জীবনানান্দ!
কলকাতার মতো আমার এ তিলোত্তমা শহরে ট্রাম না চললেও ট্রাক চলে।
ইটের প্রাচীরে আমারও আজকাল দম আটকে আসে। 
অপেক্ষায় থেকো…