সন্ধ্যা ঘনায়, উদাস হাওয়ায় বিভোর সময় কাটাই।
ভুলেই ছিলাম তোমার হাতে সুতোয় বাঁধা লাটাই।
বিশাল আকাশ দেখে ভাবি সবটুকুই আমার
চন্দ্র-সূর্য, গ্রহ-তারায় নেই কারো অধিকার।
টান পড়ে মোর সুতোয় যখন, চমকে পিছে তাকাই।
ভাবনাবিহীন দিন কেটে যায় নিজেকে স্বাধীন ভেবে
জগৎস্বামী মুচকি হাসেন আমার এ স্বভাবে।
ভাবনাগুলোর দিনশেষে হয় নর্দমাতে ঠাঁই।
পুতুল নাচের ইতিকথায় আমিই নাচের পুতুল
ইশারাতে নাচায় আমায় বিধির হাতের আঙুল।
তার ইচ্ছেতেই হাসি খেলি, পথের ধুলায় লুটাই।
This is a premium post.