Posts

গল্প

মায়ার মুখোশ

September 17, 2024

ক্রিপটিক ডেন

109
View

রুদ্রদীপ চ্যাটার্জি একজন গোয়েন্দা সহকারী, জাদরেল অফিসার। পলাশপুর গ্রামে একের পর এক নিখোঁজ বা গুম হচ্ছে মানুষ। এমাসে গুম হয়েছে ৮ জন,ঠিক একই কায়দায়।সত্যেন বোস নামের এক ভদ্রলোক কেস করলে এই বি্‌য় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে রুদ্রদীপ। কীভাবে? কেনই বা? এসব প্রশ্নের উত্তর খুজতে সে চলে যায় পলাশপুরে। গিয়ে দেখা মেলে স্বখানের অধিকাংশ জায়গার মালিক মৃত জমিদারের পুত্রবধূর।সকলে দুর্ঘটনায় মারা যাওয়াতে জমিদারে পুত্রবধূ লেডি ঈশাণী সেনগুপ্ত, তিনি একাই সবকিছুর মালিক এবং বলা যায় জমিদার প্রতিনিধি। রুদ্রের সন্দেহপ্রবণ মনের সন্দেহের তীরটা যায় ঈশাণীর দিকেই।কেনই বা এরকমটা? লাস্যময়ী এই নারী যার রবীন্দ্রসংগীতের কন্ঠ ভাবিয়েছিলো রুদ্রকেও কিন্তু তাও সন্দেহ ও আশংকা সবকিছুর তীর ঈশাণীর দিকেই। এই রহস্য ভেদ করতে আপনাকে পড়তে হবে এই সিরিজটি। 

Comments

    Please login to post comment. Login