পোস্টস

কবিতা

বেড়ে চলা কার্বনডাইঅক্সাইড

১৮ সেপ্টেম্বর ২০২৪

রেদওয়ান তালুকদার

যেন হাজার মানুষের দীর্ঘশ্বাসে
কার্বন ডাইঅক্সাইডের পরিমান বেড়ে চলে দিনে দিনে,
চারদিক উত্তপ্ত হয় অক্সিজেন শুন্যতায়,
হতাশার চাদরে গ্রিনহাউজ প্রতিক্রিয়া।

উষ্ক শুষ্ক চারপাশ
আত্মাগুলো কংক্রিট হয় ধীরে ধীরে...
হৃদয়ের তক তকে ডগাটা থেতলে পরে
ধুতরা ফুলের মত,
শিশিরের অভাব যেন হৃদয়ে।।
শুধু,
শুধু এক ফোটা শিশিরের আশে
তাকিয়ে আকাশ গঙ্গার প্রশস্ত বুকে।

তবুও প্রতিক্ষা,
এখন পত্রশিরে চীর ধরে
শুকিয়ে যাবে যাবে নশ্বর ধুলয়।
তখনি ইশান কোনে আঁকা বাঁকা বিদ্যুৎ ঝলক,
আকাশ ভাঙার শব্দ,
এলো মেলো ঝড়,
প্রেমিক প্রেমিকার ভেজা ঠোঁট...
ধ্বংস, বিলীন ও বিকৃতের ঝংকার।
যেন প্রলয়, সুখের না দুঃখের?

উত্তাপে গলা হিমাদ্রী ক্ষরস্রোতে
একাকার পৃথিবী একাকার যোগ বিয়োগ।

শুধু সাময়িক শুধুই সমসাময়িক

 

০১-০৩-২০১৬