Posts

চিন্তা

কানাডায় হিজরত করতে চাইলে

September 18, 2024

Afsana Kishwar

377
View

আমাকে অনেকেই আস্থায় ভালোবাসায় রাখেন বিধায় জানতে চান কিভাবে সহজে কানাডায় আসা যায়।

কানাডায় আসার প্রথম ধাপ হচ্ছে IELTS দেয়া এবং নিজের সার্টিফিকেট/মার্কশিট ECA অর্থাৎ কানাডার ডিগ্রির ইকুয়াভেলেন্ট করে নেয়া।

এখন যারা অল্প বয়স্ক তারা হয়তো এক্সপ্রেস এন্ট্রিতে আসবেন।কেউ আসবেন প্রভিনশিয়াল নমিনেশন প্রোগ্রামে।সব তথ্য জানা,নিজেদের এলিজিবিলিটি চেক করার উপযুক্ত উপায় IRCC এর ওয়েবসাইট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া।

অনেকে স্টুডেন্ট হিসেবে আসবেন।আপাতত আন্ডারগ্রেডে স্টুডেন্ট আসা সেভাবে চালু নেই।মাস্টার্স প্রোগ্রামে আসার অপশন খোলা আছে।

আমার হাতের কাছে যেসব লিংক আছে আমি এখানে দেব।

ওয়ার্ক পারমিট নিয়েও আসতে পারেন।উদাহরণস্বরূপ আপনি যদি দেশে অবস্থিত কোন কেয়ার গিভার ট্রেনিং ইন্সটিটিউট যাদের বাইরের দেশের সাথে এফিলিয়েশন আছে সেখান থেকে কোর্স করতে পারেন তাহলে হাতে ওয়ার্ক পারমিট নিয়েই আসতে পারবেন।ভিজিট ভিসায় এসে রিফিউজি/এসাইলাম সিক করা আবার অন্য আলাপ।

১. https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html

২. https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada.html

৩.https://www.canadavisa.com/canada-immigration-discussion-board/threads/winkler-manitoba-rural-immigration-pilot.791974/

৪.https://www.mordenimmigration.com/skilled-worker-program

৫.https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/corporate/publications-manuals/operational-bulletins-manuals/temporary-residents/study-permits/assessing-application.html

৬.https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada/study-permit/eligibility.html

৭.https://cib.edu.bd/

৮.https://www.dailyjanakantha.com/opinion/news/733404

যার যার নিজের মতো করে কি লাগবে তা খুঁজে নিতে হবে।চাইলে ইমিগ্রেশন ল'ইয়ারের সাহায্য নিতে পারেন।কানাডায় হিজরত মোবারক সবাইকে।

Comments

    Please login to post comment. Login