Posts

গল্প

গরম রম্য (Premium)

May 7, 2024

নাজমুল ইসলাম

Original Author এবিএম নাজমুল ইসলাম

0
sold
গরমে পিচ গলে যাবার জোগার। আমি শিওর আর ২ ডিগ্রী তামাপাত্রা বেশি হলে নিঃসন্দেহে পিচ গলে যেত।ফোনে ওয়েদার নোটিফিকেশনে দেখি ১০৭ ডিগ্রী । পানির গলনাঙ্ক থেকেও বেশি। দুই সেকেন্ডের জন্য আমার বিচি কান্দে উঠে যাবার জোগাড়। কারন এই তাপমাত্রায় এতক্ষনে গলে সিদ্ধ হয়ে যাওয়ার কথা।পাঁচ সেকেন্ড পর আবার ফোন নিয়ে ডাবল চেক করে দেখি ফারেনহাইট স্কেলে  তাপমাত্রা ১০৭ ডিগ্রী ফারেনহাইট।দশ সেকেন্ড পর মনে হল,আরে  আমিই তো পোলাপানদেরকে গত আট বছর ধরে পড়াইতাছি সেলসিয়াস,ফারেনহাইট আর কেলভিন স্কেলের কনভারশন।তারপরও তাপমাত্রা ৪২ ℃। 

This is a premium post.

Comments

    Please login to post comment. Login