Posts

কবিতা

জীবন তোমার

September 19, 2024

মো. গোলাম কিবরিয়া

168
View

কাঁদো তুমি
             কাঁদবেনা কেউ
আসবেনা কাছে
বিষম বিষন্ন মনে সান্তনা দিতে।
হাস তুমি
      হাসবে সারা দুনিয়া
উৎফুল্ল চিত্তে জুটবে সবে
তোমার সফলতায়।
ধনী তুমি
      বদন্যতা তোমার 
চারপাশে বন্ধুসব করবে কলরোব।
খাওয়াবে তুমি 
              জুটবে সবে
হোটেলের হলরুম ভরপুর 
যেন এক ফুল বাগিচা
জায়গা হবেনা স্বয়ং তোমার।
দরিদ্র তুমি 

       দলছুট পথিক
পাশে আসবেনা কেউ
বলবেনা আর
   "কেমন আছিস,তুই".
.... ….....….…..

Comments

    Please login to post comment. Login