পোস্টস

চিন্তা

বৈষম্য বিরোধী আন্দোলনের পতাকাবাহীদের ন্যায্যতা প্রমাণের মাহেন্দ্রক্ষণ

১৯ সেপ্টেম্বর ২০২৪

শায়খ মোহাম্মদ আবু তাহের

বৈষম্য বিরোধী আন্দোলনের পতাকাবাহীদের ন্যায্যতা প্রমাণের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আওয়ামী জাহেলিয়াতের হাজারটা অপরাধের বিচার করার চাইতে ঢাবি জাবি আর সাম্প্রতিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুলার দ্রুত বিচার হওয়া  অনেক বেশি জরুরী। মনে রাখবেন, নিজের গোত্রভুক্ত শয়তানকে ঢিল না মারতে পারলে অন্য গোত্রের দিকে তাকানোর নৈতিক অধিকার হারায় ফেলবেন। হত্যাকারীরা ছাত্রলীগ/দল/শিবির ছিলো, নিহত ব্যক্তি বিরাট চোর ছিলো, অল্প সময়ের ব্যবধানে ঢাবি জাবির ঘটনা নিশ্চই ষড়যন্ত্র, প্রসাশন ভর্তি আওয়ামী প্রেতাত্মা, অনভিজ্ঞ সরকার, পুলিশের অসহযোগিতা এইসব তত্ব দিয়ে আখেরে কোন লাভ হবে না।

 

এখনো আপনাদের উপর ভরসা রাখি। বৈষম্য দূর করতে হলে আগে বিচার পাওয়ার নিশ্চয়তা কায়েম করেন। বেশি দেরি হওয়ার আগেই পিশাচীনি হাসিনা আর দাঙ্গা ইঞ্জিনিয়ার মোদীর ক্রীতদাস দের বীরদর্পে ফিরে আসার সুযোগ বন্ধ করেন। জনগণের রাস্তায় থাকার প্রমাণ দেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বিনা বিচারের হত্যা বন্ধ করেন। হাজার খানেক শহীদের মুখ হয়তো আর কোনোদিন দেখতে হবেনা, হাজার হাজার আহতের সামনে কেমন মুখে দাঁড়াবেন ভেবে দেখেন। বিপ্লব যে এখনো শেষ হয় নাই এইটাতো আপনারাও জানেন।