Posts

নিউজ

ডেটন লিটারারি পিস প্রাইজ পেলেন বুকারজয়ী পল লিঞ্চ

September 19, 2024

নিউজ ফ্যাক্টরি

91
View

২০২৪ সালের ডেটন লিটারারি পিস প্রাইজ জিতেছেন বুকারজয়ী আইরিশ উপন্যাসিক পল লঞ্চ। প্রতি বছর ফিকশন এবং ননফিকশন ক্যাটাগরিতে দুই জন লেখককে মার্কিন এই সাহিত্য পুরস্কারটি দেওয়া হয়।    

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান। সিরিয়ার গৃহযুদ্ধ এবং শরণার্থী সংকট দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রফেট সং উপন্যাসটি লিখেছেন লিঞ্চ। এই উপন্যাসে স্বৈরাচারের দিকে ঝুঁকেছে এমন একটি কাল্পনিক আইরিশ সরকারের কাহিনী তুলে ধরেছেন তিনি। এই বইতে তিনি একটি পরিবার এবং বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা একটি দেশের গল্প বলেছেন।

৪৭ বছর বয়সী এই লেখক ২০২৩ সালে এই উপন্যাসের জন্য মর্যাদাবান সাহিত্য পুরস্কার বুকার প্রাইজও জিতেছিলেন। তিনি ছিলেন বুকারজয়ী ষষ্ঠ আইরিশ লেখক।

পল লিঞ্চ ১৯৭৭ সালে আয়ারল্যান্ডের লিমেরিক শহরে জন্মগ্রহণ করেন। প্রফেট সং তার পঞ্চম উপন্যাস। এটি ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হয়। তার অন্য উপন্যাসগুলো হল, বিয়ন্ড দ্য সি, গ্রেস, দ্য ব্ল্যাক স্নো এবং রেড স্কাই ইন মর্নিং।

এদিকে ননফিকশন ক্যাটাগরিতে ডেটন লিটারারি পিস প্রাইজ জিতেন মার্কিন সাংবাদিক এবং লেখক ভিক্টর লুকারসন। তিনি ‘বিল্ট ফ্রম দ্য ফায়ার’ বইয়ের জন্য পুরস্কারটি পান। এতে লুকারসন ওকলাহোমা রাজ্যের তুলসা শহরের কৃষ্ণাঙ্গ উদ্যোক্তাদের কথা বলেছেন। ১৯২১ সালের শ্বেতাঙ্গরা এই এলাকার কৃষ্ণাঙ্গদের হত্যা করে। ইতিহাসে এটি তুলসা গণহত্যা হিসেবে পরিচিত। এই হত্যাকাণ্ডের ফলে কালো উদ্যোক্তাদের ব্যাপক ক্ষতি হয়।   

উল্লেখ্য, ডেটন লিটারারি পিস প্রাইজ ২০০৬ সাল থেকে দেওয়া হচ্ছে। যেসব লেখক তাদের বইয়ের মাধ্যমে পাঠকদের অন্যান্য সংস্কৃতি, মানুষ, ধর্ম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বুঝতে সহায়তা করেন এবং শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তাদেরকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। পুরস্কার হিসেবে প্রতিটি বিভাগের বিজয়ীদের প্রত্যেকে ১০ হাজার মার্কিন ডলার পাবেন। রানার্স আপরা পাবেন ৫ হাজার মার্কিন ডলার।  

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login