আমি তোফাজ্জেল বলছি
,,,............................. বিশ্বাস
এক মুঠো ভাতে মৃত্য আমার
এখন পুর্বপুরুষের কাছে
তুমি অমানুষ প্রমাণ দিতে
হয়তো জীবন আমার।
আমার থেঁতলানো মাংসে
মিঠবে না জানোয়ারের ক্ষুধা
ওরা গিলতে চাইবে অবিরত
মা বোনের নোংরা রক্ত শিরার।
যখন আসবে তোমার পালা
তুলবে তুমুল শ্লোগান
চাইবে হিসাব রক্ত ফোঁটার
ফিরবো না আমি আর।
তবুও যদি জানোয়ার গুলো
হয় একবার সভ্য মানুষ,
আমি বিলিয়ে দিলাম রক্ত
মায়ের সিথির সিঁদুর।
২০/৯/২০২৪