বসন্তের নরম বাতাসে ভাসছিল এক বিশাল স্পেসশিপ, "নভোচারী-১"। পৃথিবীর বাইরে, লাখো আলোকবর্ষ দূরে, একটি নতুন গ্রহ খুঁজতে বেরিয়েছিল একদল মানুষ। তাদের মিশনের নাম ছিল "অ্যানড্রোমিডা অভিযান"। ক্যাপ্টেন লীরা ছিলেন এই মিশনের প্রধান। তিনি বয়সে তরুণ হলেও দক্ষতায় ছিলেন অনন্য। তার হাতে ছিল পৃথিবীর ভবিষ্যৎ।