পোস্টস

কবিতা

আমি মিথ্যা বলি

২১ সেপ্টেম্বর ২০২৪

Subrato Adhikary

তোমার কথা মনে পড়লে আমার নিজেকে ভালো লাগে,
মনে হয়, দূরে রাত্রিকালীন নৌকায় মাঝ নদী থেকে বাঁশির সুর,
খুব ভোরে দরাজ কন্ঠে কেউ সূরা করছেন পাঠ,
সকাল সকাল মন্দিরে হচ্ছে মন্ত্র উচ্চারণ। 
সুরোভিত সব ফুল আমার নাকে পৌঁছে দিচ্ছে সুভাস, 
জবা ফুল ভালো লাগতে শুরু করে, 
মনে পড়তে শুরু করে তোমার ঠোঁটের লাল,
শরীর টেয় পায় শীতের আগমন,
তোমার কথা মনে পড়লে আমার নিজেকে জ্যন্ত লাগে
মনে হয়, অকালে বাবা হারালো যে সন্তান সে ফিরে পেলো তার বাবাকে,
জানি তবুও তুমি বলবে আমি মিথ্যা বলছি,
ঠিকই বলবে তুমি।
আসলে তোমার কথা মনে পড়লে আমার নিজের কথা মনেই থাকে না,
ভুলে যাই সবকিছু ; মনে থাকে না কিছুই।

~ ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪