Posts

প্রবন্ধ

বন্ধুত্ব ও জীবন

May 7, 2024

Rocky Meraz

Original Author রকি মেরাজ

213
View
বন্ধুত্বের ক্ষেত্রে বয়স এবং পজিশন কোনটাই মুখ্য নয়। মুখ্য হচ্ছে ব্যাক্তিত্ব। ব্যাক্তিত্বের খাতিরে তুমি অনেকের বন্ধুই হতে পারবে। আমি মনে করি পৃথিবীতে  মানুষের প্রধান কাজ বন্ধু বানানো ও শক্তিশালী ব্যাক্তিত্ব গঠন করা। 

পৃথিবীতে অসংখ্য মানুষ। এমনও মানুষ আছে যাদের সাথে তোমার দেখা হয়ে গেছে আর কখনো দেখা নাও হতে পারে। 

সুতরাং তোমার যার সাথেই দেখা হবে একটু কথা হবে তাকেই বন্ধু বানিয়ে নাও। তুমি ঠিক তখনই সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবে যখন দেখবে মুদি দোকান থেকে শুরু করে উচ্চ পদস্থ আমলা তোমার পরিচিত সবাই তোমার বন্ধুর মত।

মানুষের জীবনে কেবল বন্ধুত্বেই সুখ। কাওকে বন্ধু বানাতে হলে তোমাকে  অবশ্যই আকর্ষনীয় ব্যাক্তিত্ব গঠন করতে হবে। যাতে সবাই তোমার বন্ধুত্ব উপভোগ করে। 

আসুন জীবনে চলার পথে বন্ধু তৈরি করি। বন্ধুুত্বের তৈরীর জন্য আদর্শ ব্যাক্তিত্ব ও জ্ঞান   অর্জন করি। বন্ধু তৈরির পর তোমার সেটাকে টিকিয়ে রাখতে হবে। এরজন্য প্রয়োজন সম্পর্কের জ্ঞান। সম্পর্কের জ্ঞান না থাকলে বন্ধুও শত্রু হয়ে যেতে পারে। 

Comments

    Please login to post comment. Login