একবার অন্য একটা গ্রহ থেকে আমার একটা বন্ধু এসেছিলো।🎃
"পৃথিবী দেখে তো সে আনন্দেই অস্থির! এমন রঙিন গ্রহ নাকি সে জীবনে দেখে নাই!
আমি জিজ্ঞাসা করলাম, ‘কেন? তোমার গ্রহে কি রঙ নেই?’
সে বললো, ‘আমার গ্রহও সুন্দর। রঙ আছে ঠিকই, তবে এত রঙ নেই।‘
আমি বললাম, ‘আরও একটু বলো না তোমার গ্রহ সম্পর্কে!’
সে বললো, ‘আমার গ্রহে লাল রঙের ছড়াছড়ি। সবখানেই একটা লালচে লালচে আভা। তবে সূর্যটা নীলাভ!’
আমি মনে মনে ভাবলাম, মঙ্গলের কথাই বলে নাকি কে জানে? নিজের গ্রহের নাম তো সে বলতে পারে না। গ্রহে গ্রহে ঘুরে বেড়ায়, কিন্তু কোন গ্রহের নামই ঠিকমতো বলতে পারে না। মুখে বললাম, ‘নীল সূর্য! ভারী সুন্দর তো!’
তারপর ও বললো, ‘কিন্তু একটা জিনিস শুধু তোমার এই পৃথিবীতেই আছে।’
‘কী সেটা?’
সে বললো, ‘এই যে সবুজ গাছ, হলুদ প্রজাপতি, নীল আকাশে সাদা মেঘ, নীল সমুদ্র আর সাত রঙের রংধনু... তাছাড়া ফুল আর পাখির গায়ে এত রঙ! এতো রঙ আমি অন্য কোন গ্রহে দেখিনি! তোমরা সত্যিই খুব ভাগ্যবান!’
আমি ভাবলাম, তাই তো! হঠাৎ এতসব রঙের কথা ভেবে আমি পৃথিবীকে আরও বেশি ভালোবাসতে শুরু করলাম! আনন্দে কোথাও ভেসে যেতে ইচ্ছা হলো আমার!
আর তখনই আমার ঘুমটা ভেঙে গেলো! বুঝলাম স্বপ্ন দেখছিলাম।💤
এরপর থেকে বাহারি রঙ দেখলেই আমি হা করে চেয়ে থাকি!"💤
63
View