পোস্টস

কবিতা

জেনারেশন

২২ সেপ্টেম্বর ২০২৪

রেদওয়ান তালুকদার

জন্ম আমার ৯০এ বাবার বয়স ৬০
তার যখন চুপসে শরীর আমার তখন টাইট


চঞ্চলতায় চমকে যখন আমার দেহ মন
৬০ এর মাঠে হাটে কেউ গোধূলী লগন।

দুইয়ের মাঝে ফারাক বৃহৎ দুই পথে দুজন
ভিন্ন পথে ভিন্ন মতে ভিন্ন জেনারেশন

প্রাকৃতিক স্বাভাবিক একাই বোধয় এটাই গতিধারা
২৫ ৬০এ অমীল থাকে কিছুটা হলেও তারা।

১০-১২ তে শুনছি কত বাবার ছেলেবেলা
বাবা এখন ছেলের পথে করছি নাত হেলা

হাঁটছে যত বাড়ছে ততো বৃদ্ধ পরিণতি
বৃদ্ধ যেন শিশু হওয়া শিশুর দিকে গতি।

আমারো এখন ২৫ প্লাজ ৬০ এর দিকে ছুটি
জেনারেশনের এ অমিলটুকু বুঝতে কি ত্রুটি।