পোস্টস

কবিতা

আমজনতার দুঃখবিলাস ও অন্যান্য

২২ সেপ্টেম্বর ২০২৪

শাহাদাত সুফল - Shahadat Supol

ক)

উদ্বোধন 
 

ওদিকটার প্রবাসী শামুক 

ভেসে আসছে এদিকের কসম খেয়ে,

এদিকের ঝিনুক গুলো ফুঁলে ফেপে 

গভীর থেকে গভীরে প্রবেশ করছে;

ভাসছে ক্রমাগত উন্নয়নের জোয়ার; 

আমি আর আমার মতোই বহুলোক 

ঝাঁপিয়ে পড়ছি তার চিম্বুক ললাটে; 

খাচ্ছি গড়াগড়ি তার বিস্তর প্রচ্ছদে!

তার রঙ কেমন অস্ফুট প্রতাপ ফেলছে 

আমাদের অলীক দেহ প্রান্তরে;

বনঝাঁড়ে খুঁজে ফিরি তার স্বচ্ছ কোলাহল;

নিবিড় মনস্তাপে খুঁজে ফিরি বাস্তবের সমারোহে,

বিশাল চত্ত্বরে; নির্ঘুমতায় ঘোর হয় দুচোখের কোণ!

নিমীলিতলোচনে খুঁজে ফিরি তার বিমুগ্ধ চেতনা;

অবশেষে খুঁজে পাই তাকে তার দেহের ভেতরে!

উদ্বোধন করি সবুজের বালুচরে, সাহারা মরুভূমির পেটে!


 

রচনাকালঃ

০১-০৫-২০২১ ইং।



খ)

শাড়ীওয়ালী
 

সন্দেহের কালচে ঠোঁটের তাপে

নির্গলিত মোম- জমাট রক্তের মতো আবির্ভূত হয়,

তৈরী করে চিত্রকল্প বাংলাদেশের!

উদ্বেলিত জনতা শহর আশঙ্কা করে আসন্ন বিপদের;

তবু আসক্তির কালোহাত উদ্দাম শহরে করে বসবাস।

সন্দেহের প্রভাব ঘোচাতে নির্মাণ করে নব ইতিহাস!

পথে-প্রান্তরে করেছে বপন চারাবীজ,

শুশ্রূষা সংস্কার যত্ন খাতির করে তার জীবনের আসন্ন পদক্ষেপঃ

অবহেলা অস্বীকার নিগৃহীতের মতো জীবনের নব প্রত্যয়।

আমাদের হারানোর দিন- হারিয়ে গেছে,

এসেছে ফিরে পূণরায় শহরের বুকে নব নব উদ্দাম হাসি;

এসেছে পাখির দল ফুলের পাঁপড়ি ঝরা সবুজের মাঠ,

এসেছে তোমার প্রিয় কাঙ্খে কলস নেয়া পুকুরঘাটের শাড়ীওয়ালী!


 

রচনাকালঃ

০৬-০৪-২০২২ ইং।



গ)

নৈরাজ্যের শহর 
 

বিবৃতি দানে অসুখের সুখ 

পেশায় পাখির ডানা, হলদে পাখির ঠোঁট;

রেণু ফুটে যায় চোখেমুখে যেনো অবিশ্বাস্য প্রেমের মহাজোট!

কল্পিত দেহে নরকের ঝোঁক 

দূরপাল্লার বাসে, চিম্বুক নগরীর;

চিত্রায়িত অবয়ব যেনো জীর্ণশীর্ণ ক্ষুধাতুর প্রহরীর!

কুঁড়েঘর কাঁদে বৃষ্টির ফাঁদে 

হস্তান্তর আশাবাদী তার পাঁজরায়;

ঝরে যায় দেহ ক্ষয়ে যায় সুখ লাজুকতা হবে তার আজ রায়!

স্মরণকালের শরবত রসে

তৃষ্ণার্ত কালের পাখি পেয়ালা হয়ে যায়;

অবগাহনের দিনেও অতীত হানা দিয়ে আসমানি সুখ পায়!

কুচকাওয়াজের চত্বর ঘেঁষে 

খোশ আমদেদ অতিথিবৃন্দ বিনয়ের:

সীমান্তে জড়তা ফুরিয়ে গভীরের রেখা আমাদের প্রণয়ের;

সুখ অন্বেষী কবি নৈর্ব্যক্তিক 

নৈরাজ্যের শহর জানে খুনের প্রক্রিয়া;

অব্যক্ত কাল কবিতার ভাঁজে নিবেদন রেখে বলে- শুকরিয়া। 


 

রচনাকালঃ

২৪-০৬-২০২১ ইং।



ঘ)

বিপরীত পৃথিবী

 

আমার পৃথিবী জানে তোমার আকাশ কতোদূর

কোন গ্রহে আছো তুমি-

তোমার নিরেট সুখে, শোনা যায় সুর সুমধুর;

তোমার পৃথিবী আজ আনন্দে উল্লাসে-

মাতোয়ারা যতোটা অধিক,

জেনে রেখো আজ শুধু এই-

আমার খবর শুনে তোমার আকাশ কাঁদবেই!

দুখের দরিয়া জানে- আমার পৃথিবী তার

কাটাচ্ছে দুর্দিন নিভৃতে নিশাচর হয়ে;

মুখ তার কবিতার মতো করে বলে যায়-

তুমি আর আমি আজ ততোটাই বিপরীতে ঠিক,

তোমার পৃথিবী আজ আনন্দে উল্লাসে-

মাতোয়ারা যতোটা অধিক। 

 

 

রচনাকালঃ

২২-০১-২০২৩ খ্রিঃ।

 


ঙ)

আমজনতার দুঃখবিলাস

 

 

কার কী ক্ষতি, আমার পাশে থাকলে তুমি 

উর্বরতার ঢেউ খেলে যায়; প্রেমের ভূমি 

আবাদ করে উন্নয়নে শরীক হতে আপত্তি নেই;

দেশ জনতার আসল শোভন প্রেমের অভাব

প্রতিহিংসা ঘিরেই থাকে, দোষ বিরাগে দুঃখ দেয়ার স্বভাব 

বলেই লেগে থাকে সংকট বারোমাস; 

সমাধানের পথ খোঁজে না, আমজনতার মন বোঝে না

দেশ-চালিকার আসল পুরুষ- আসল হতে আর পারে না;

চোখ দেখে না চোখের ভেতর, জমছে কেবল পাপের কেঁতর 

মুছতে কেউ আর আসে না, দেখছে সবাই, বলতে মানা;

তাই হয়তো আর আসে না, কেউ আসে না, দেখতে এসব কালোছায়া

বুকের ভেতর জমছে কেবল আমজনতার দুখের মায়া;

দূরীভূত করার দায়ে আসতে গিয়ে আর আসে না 

আমজনতার সঙ্গী হতে আর পারে না;

দুঃখ সকল জমেই থাকছে, থাক

তোমার আমার প্রেমের ভূমি আবাদ হলে 

আমরা দু'জন ঐকতানে শেকল ভাঙার আবাহনে গাইবো বলে 

আমজনতা স্বস্তি পাচ্ছে, পাক

উন্নয়নের অগ্রযাত্রা এভাবেই অব্যাহত থাক।  


 

রচনাকালঃ

০৬-০২-২০২৩ খ্রিঃ।

 

শাহাদাত সুফল 

কবি ও সংবিধান গবেষক