Posts

কবিতা

সিন্দুরমতির মেলা

September 22, 2024

Mahi Nur

53
View

ঐ যে সিন্দুরমতির মেলা, ওতেও ফিরে আসবে প্রাণ 

হারিয়ে যাওয়া আপন মানুষ বাড়ি আসবে ফিরে 

মাগরিবের নামাজের আগে যেমন ঘরে ফিরে শিশু।

যে কূল আজ নয়তো কাল ভাঙবেই

সেখানে শুধু শুধু ঘর বাঁধার স্বপ্ন দেখে লাভ কি?

এর চেয়ে বরং তুমি লোকালয়ে যাও।

চাঁদ ভালোবাসে মানুষ, অথচ অমাবস্যাতে যত অলক্ষ্মী 

কালো রং যদি হয় কাবার গিলাফ, চুমু খাই একশো বার

সেই কালা যদি হয় একটি বিড়াল, অথবা গায়ের রং 

চোখ কানা হয়ে যায় পরক্ষনেই।

বাছ বিচার করে প্রিয় হয় না কেউ

তাহলে তো ভালোবাসতে সূর্যকেও

কারন সে তোমার প্রয়োজন, প্রিয়জন না

চাঁদের আলোর বিলাসীতা তাই তোমাকেই মানায়।

বিশ্বাস উঠে, মন ভাঙ্গে। 

সিসিফাস এর পাথর গড়িয়ে উপরে উঠে, নিচে নামে। 

মনে জোড়া লাগে। মানুষ ফিরে আসে না।

Comments

    Please login to post comment. Login