পোস্টস

কবিতা

স্বাধীনতা

২২ সেপ্টেম্বর ২০২৪

রেদওয়ান তালুকদার

যদি দেশ স্বাধীন না হতো
তবে আজ সকালের সূর্যটা এতটুকু সুন্দর হতো না!
যদি দেশ স্বাধীন না হতো
তবে মায়ের মুখের বাংলা কেড়ে নিতো ওই টিক্কা খান!
আমি যে এই মিষ্টি রোদে বসে স্বাধীনতার কবিতা লিখছি
এই রোধে মিশে থাকতো শোষণের গন্ধ!

যারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়
তাদের কাছে প্রশ্ন- ইয়াহিয়ারা কি পূর্ব পাকিস্তানকে শোষণ করেনী??
বাঙালীর রক্তে ফলানো ফসলে ফুলে ফেপে উঠেছিলো আইয়ুব খানের বংশধর!
বৈষম্যের স্টীম রোলারে পিষে চলেছিলো বাঙালীর ৪৭ থেকে ৭১!

তারা কি জানে না!
নাকি জেনেও না জানার ভান করে জানোয়ারের মতো!!

মাওদুদীয়া ধর্মের ধ্বজা তুলে যারা সেদিন শোষণ-বৈষম্য দেখেও চোখ লুকিয়েছিলো ধর্মান্ধতার কাঠের চশমায়!
তারাই আজও উল্টো হাঁটছে!...

খামচে ধরেছে দেশ পেছন থেকে!

একজন নির্বাচিত শেখ মুজিবের হাতে দেশ হস্তান্তর না করে
শোষণ চালিয়ে যাওয়া যে কত বড় জঘন্য অপরাধ
তা যারা বুঝতে পারে না, তারা আজও স্বাধীনতার মূল্য বুঝবে না!

এই ১৬ ডিসেম্বর তাদের জন্য নয়!
তারা রক্ত চোষা পাকিস্তানি!

ওই খামচে ধরা বিষাক্ত নখ ভেঙে সামনে এগতে হবে প্রিয়...

০৬-১২-২২