Posts

নিউজ

প্রথমবার বুকারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন ডাচ কোনো লেখক

September 22, 2024

নিউজ ফ্যাক্টরি

92
View

১৬ সেপ্টেম্বর বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পার্সিভাল এভারেট, র‍্যাচেল কুশনার, অ্যান মাইকেলসসহ মোট ৬ জন লেখকের ৬টি উপন্যাস সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। এবারই প্রথম কোনো ডাচ লেখকের বই এই তালিকায় জায়গা পেল। 

ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’ বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকার জন্য নির্বাচিত হয়েছে। উপন্যাসটি চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়। এটি তার প্রথম উপন্যাস। 

এই উপন্যাসে একটি পারিবারিক কাহিনীর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নেদারল্যান্ডসে ইহুদিদের প্রতি আচরণকে তুলে ধরা হয়েছে। বুকার প্রাইজের বিচারক জাস্টিন জর্ডান এই বইটিকে ইতিহাসের সত্য এবং নিজের ইচ্ছার মুখোমুখি হওয়ার বিষয়ে একটি সাহসী এবং রোমাঞ্চকর অভিষেক উপন্যাস বলে উল্লেখ করেছেন।

ইয়ায়েল ভ্যান ডের উডেন একজন লেখক এবং শিক্ষক। ৩৭ বছর বয়সী এই লেখক বর্তমানে নেদারল্যান্ডসে সৃজনশীল লেখা এবং তুলনামূলক সাহিত্য নিয়ে শিক্ষকতা করছেন। তিনি ১৯৮৭ সালে ইসরায়েলের তেল আবিবে জন্মগ্রহণ করেন।    

এদিকে ১২ নভেম্বর লন্ডনে বুকার প্রাইজ বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পাবেন। আইরিশ-ব্রিটিশ উপন্যাসিক আইরিস মারডকের সম্মানে এই ট্রফির নামকরণ করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে 'মিডনাইটস চিলড্রেন' এর জন্য সালমান রুশদি এবং 'দ্য রিমেইন্স অব দ্য ডে' এর জন্য কাজুও ইশিগুরো এই পুরস্কারটি পান। 

সূত্র: দ্য গার্ডিয়ান   

Comments

    Please login to post comment. Login