Posts

পোস্ট

অন্যায়

September 23, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

137
View

!!!
অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে হবে,
যদি তা প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্য নিয়ে দেখা
হয়, 
কিংবা অপরাধীর রাজনৈতিক অবস্থা দেখে বিবেচনা করা হয়,
কিংবা অপরাধীর পক্ষে সাফাই গাওয়া হয়,
কিংবা অপরাধীকে রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয় 
তবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, 
এবং অপরাধ বাড়তেই থাকবে!!!

লোক দেখানো দেশপ্রেম নয়
আসুন সত্যি সত্যি দেশটাকে ভালোবাসি,
নিজের অবস্থানে স্বচ্ছ থাকি।

দেশের হক পালন না করলে,
মনে রাখতে হবে পরকালে এর জন্য ভয়াবহ জবাবদিহির আওতায় পড়তে হবে।
দুনিয়ায় হতে হবে লাঞ্ছিত।

Comments

    Please login to post comment. Login