পোস্টস

পোস্ট

মানুষের বেঁচে থাকার উৎস কি?

২৩ সেপ্টেম্বর ২০২৪

শ্রাবন দেবনাথ

মূল লেখক শ্রাবন দেবনাথ

ব্যস্ততার কোলাহলে মানুষ একসময় ভাবে কোথাও একাকী নির্জনে চলে যেতে, যেখানে কেউ থাকবে না, থাকবে শুধু নিস্তব্ধতা আর শান্তি। সেটি পাওয়ার সাথে সাথেই তার সমস্ত আশা,আকাঙ্খা সব এক মুহূর্তে নিঃশেষ হয়ে যায়।সে বেড়িয়ে পড়ে আবার নতুন কিছুর খোঁজে। কিন্তু প্রকৃতির কোলে এসে সে বোঝে;

— বাঁচলে সবাই মিলে, বাঁচবো, নাহলে বেঁচে থাকার দরকারই বা কি!! বেঁচে থাকার উৎস এখানেই।স্বার্থপরতা নয়, মানুষ মানুষকে দেখে বেঁচে থাকে। মানুষ মানুষের জন্য বাঁচে।নিজের জঘন্যতম তিমির দিনেও, কারো মনখোলা হাসি আমাদের আরেকবার বেঁচে থাকার উৎসাহ দিয়ে যায়।