পোস্টস

কবিতা

তুমি আমার অক্সিজেন

২৩ সেপ্টেম্বর ২০২৪

রেদওয়ান তালুকদার

 তুমি আমার অক্সিজেন

✍️

তুমি আমার অক্সিজেন,

আমি তোমায় বক্ষে রোপণ করতে চাই একটা সবুজ বৃক্ষ হিসেবে
 

আমার জীবন প্রকৃতির নীলে তুমি বাতাস ছড়াবে হিমেল

সতেজ করবে মরু সবুজ বিকেল

শুষ্কতা পূর্ণ করবে রসে!..

 

বৃক্ষ হয়ে ফুল দেবে, ফল দেবে

সুরভী ছড়াবে জীবনে।।

 

বৈশ্বিক উষ্ণতায় আমার পৃথিবীর বরফ গলছে

বিরহের নিঃশ্বাসে কার্বনডাইঅক্সাইড চলছে

 

আমার জীবন-প্রকৃতিকে বাচাও

তুমি আমার অক্সিজেন হও!

আমি তোমায় বক্ষে রোপন করেছি একটি সবুজ বৃক্ষ হিসেবে;

 

তোমার সবুজ ছায়ায় সূর্যের অতিবেগুনী রশ্মি থামুক

আমার জ্বলশে যাওয়া বুকে আমার শিশিরের শব্দ নামুক!
 

তুমি আমার অক্সিজেন হও

নিঃশ্বাসের বিষে বিষাক্ত পৃথিবী আমার বেচে ফিরুক।

১১-১২-২০২২

হার্ট জাজিং

✍️

জীবন নদী শত ধারায়

একই স্রোতে বয় না,

কে বলে যে সবাই সমান

সব হৃদয়ে সব সয় না!
 

অনুভূতির নানান খাতে

ভিন্ন মানুষ ভিন্ন পাতে,

ইকোয়ালিটি রয় না...

কে বলে যে সবই সমান

সবখানে সব হয় না!

 

জাস্টিক এর জাজমেন্টে

তোমার আমার জয় না,

ক্যালকুলেটরের ক্যালকুলেশনে

প্রশ্নবিদ্ধ হয়/না!

২৭-১০-২০১৬