পোস্টস

কবিতা

রাজনৈতিক

২৩ সেপ্টেম্বর ২০২৪

নিলয় সুন্দরম

নিজেকে আমি ছিটিয়ে দিয়েছি

অপরিপক্ক শস্যদানার মতো

অবিন্যস্ত করে,

কার্নিশের কিনারে।

 

নিজেকে আমি বিক্রি করেছি

সকাল-সন্ধ্যা ঝুলিয়ে রাখা

মাংসের মতো ফালিফালি করে,

শীতাতপ নিয়ন্ত্রিত শ্রম বাজারে।

 

নিজেকে আমি ছড়িয়ে দিয়েছি

ভুল চিঠির মতো কুচিকুচি করে,

বিগত ও অনাগত পৃথিবীর পথে প্রান্তরে।

আমাকে আমি ছাড়া

কেউ আর পড়তে পারে না।

 

জন্মজলের দায়

মিটাতে পারি না আমি।

সস্তা আমাকে সকলেই খায়,

স্বাদের খামতি নিয়ে আলোচনা করে

বাড়ির পথে হেঁটে যায়।

 

অথচ আমি জানি

একাকীত্ব ও বিষণ্নতা সব রাজনৈতিক,

রাষ্ট্র আমারই এক আয়না।

ভুলে যাও, ভুলে যাও আমাকে তবে

যেভাবে ভুলে গেছ বিগত কান্না।