Posts

গল্প

ভুতের গল্প (Premium)

September 24, 2024

Hasan Sanjik12

Original Author আমি

Translated by

0
sold
বড় আপুর মৃত্যুটা হয়েছিলো খুব রহস্য জনক ভাবে! বাবার জোরাজোরি তে যদি ময়নাতদন্ত করা না হতো তাহলে এই রহস্যের সামান্য পরিমাণও আমরা জানতে পারতামনা।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলো বড় আপু! তাও আবার কদঁম গাছের সাথে। এখানে বেশকিছু অদ্ভুত বিষয় হলো,
১) কদম গাছটি ছিলো বাড়ীর পেছনে পুকুর ধারে, পুকুর ধারে বললে ভুল হবে মুলত পুকুরের মাঝখানে।
বর্ষায় পুকুরের পানি বাড়ার কারনে মনে হয় গাছটা পুকুরের মাঝখানে।
বড় আপু সাতার জানতোনা। আর গাছের কাছে যেতে হলে সাতার জানা আবশ্যক!
২)গাছটি ছিলো অনেক পুরোনো তাই অনেক লম্বা! আপুর উচ্চতা ছিলো ৫ ফিট ২! এতো উপরে রশ্মি লাগানো তার জন্য ছিলো অসম্ভব! তাও আবার পানির উপরে!
৩) ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আপুর মৃত্যুর সময় রাত ২ঃ৫০ মিনিট। যে মেয়ে অন্ধকার কে ভয় পেয়ে সারারাত রুমে লাইট জ্বালিয়ে ঘুমাতো, সে যাবে মাঝরাতে বাড়ির পেছনের পু
দিতে!! বিষয়টা সত্যি অদ্ভুত!

তারথেকেও বড় কথা আপুর মৃত্যু নাকি গলায় দরি দেওয়ার কারনে হয়নি!!
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী,
৪) আপুর মৃত্যু হয়েছে গলা কাটার পর শ্বাস বন্ধ এবং রক্ত পাতের কারনে! এবং গলা টা কাটা হয়েছিলো ভেতর থেকে!!!

গলার বাইরে কোনো ক্ষতের চিহ্ন ছিলোনা! যা ছিলো খুবই রহস্যময়! এ-ই খানেই সেস আমি হলাম সাঞ্জিক আমার বাসা গাজিপুর, পুবাইল, ছছোট কয়ের

This is a premium post.

Comments

    Please login to post comment. Login