Posts

গল্প

ভুতের গল্প (Premium)

September 24, 2024

Hasan Sanjik12

Original Author আমি

Translated by

0
sold
[সত্য ঘটনা অবলম্বনে - একজন ৪১ বয়সী স্প্যানিশ নারী Lerina Garcia Gordo এর ২০০৮ সালে ১৬ জুলাই ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে গল্পটি সাজানো হয়েছে।] তাহলে পাঠক মহল গল্পে ফেরা যাক ------

ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ স্পেন। আর স্পেনের বার্সেলোনা শহরে বসবাস করছে ৩১ বছর বয়সী নারী ম্যারি জায়াদ। বার্সেলোনার একটি স্বনামধন্য কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে গত ছয় বছর ধরে কাজ করছে ম্যারি জায়াদ। অফিসে সারাদিনের কাজের চাপে টায়ার্ড ছিলো। টায়ার্ড অবস্থায় লেট করে ক্যাফেতে আসে বর্তমান বয়ফ্রেন্ড এনরিকের সাথে দেখা করতে। অফিস থেকে বের হতে লেট করে আসায় এনরিকের সাথে এই নিয়ে ঝগড়া হয়। কেন ম্যারি ঠিক টাইমে পৌঁছাতে পারলো না ? পরে মনমালিন্য ঝগড়া মিটিয়ে একসাথে ডিনার করে। ডিনার সেরে ম্যারির ফিরতে ফিরতে রাত দশটার পার হয়ে যায়। এনরিকের সাথে রাগারাগী করার জন্য নিজের মধ্যে একটু অনুশোচনা হলো। ক্লান্ত থাকায় ম্যারির ইচ্ছে হয়নি গোছগাছ করার তাই বাড়িতে ফিরে এসেই ব্যাগ ঘড়ি জুতো যেখানে পেরেছে সেখানে ফেলে, তার রুমে এসে নীল রঙের বিছানার চাদরে গা এলিয়ে দেয়। আর ভাবতে থাকে এতটা রাগারাগী করা ঠিক হয়নি দুজনের। তৎক্ষণাৎ ম্যারি এনরিকের ফোনে ছোট্ট একটা ম্যাসেজ ড্রপ করে , -- " I'm sorry ! এনরিক । Will you meet me ? tomorrow at 4 PM ." তারপর ঘুমের অতল সাগরে ডুব দেয় ম্যারি জায়াদ।

১৬ জুলাই

This is a premium post.

Comments

    Please login to post comment. Login