Posts

নিউজ

২৪ সেপ্টেম্বর স্যালি রুনির ইন্টারমেজোসহ ২৭টি নতুন বই বের হয়েছে

September 24, 2024

নিউজ ফ্যাক্টরি

95
View

বইপ্রেমীদের জন্য আজকের দিনটি অর্থাৎ ২৪ সেপ্টেম্বর বিশেষভাবে আনন্দদায়ক একটি দিন। কারণ এদিন ফিকশন, ননফিকশন এবং কবিতার বইসহ বিভিন্ন ক্যাটাগরির ২৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আইরিশ বেস্টসেলার লেখক স্যালি রুনির ‘ইন্টারমেজো’, নোবেলজয়ী পোলিশ লেখক ওলগা তোকারজুকের হিস্টোরিকাল ফিকশন 'দ্য এম্পুসিয়াম'। এছাড়া রিচার্ড পাওয়ার্স, জেসি বল, জ্যামি অ্যাটেনবার্গ, স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা ও চিত্র নাট্যকার পেদ্রো আলমোদোভার এবং আরও অনেকের লেখা ফিকশন এদিন প্রকাশিত হয়েছে।        

২৪ সেপ্টেম্বর মার্কিন কবি ম্যাথিউ জাপ্রুডার, অগাস্ট ক্লেইনজাহলার এবং ফার্নুশ ফাথির নতুন কবিতার বইও প্রকাশিত হয়েছে। পাশাপাশি ননফিকশন ক্যাটাগরিতে ব্রিটিশ-ফিলিস্তিনি উপন্যাসিক ইসাবেলা হাম্মাদের 'রিকগনাইজিং দ্য স্ট্রেঞ্জার: অন প্যালেস্টাইন অ্যান্ড ন্যারেটিভ', অ্যাশলে স্পেনসারের 'ডিজনি হাই: দ্য আনটোল্ড স্টোরি অব দ্য রাইজ অ্যান্ড ফল অব ডিজনি চ্যানেলস টুইন এম্পায়ার' সহ আরও বেশ কিছু নতুন বই বের হয়েছে।  

২৪ সেপ্টেম্বরে প্রকাশিত কয়েকটি বই এবং লেখকের নাম নীচে দেওয়া হলো:  

১. স্যালি রুনি - ইন্টারমেজো

২. ওলগা তোকারজুক - দ্য এম্পুসিয়াম 

৩. জেসি বল - দ্য রিপিট রুম

৪. স্টিফেন ব্রুনো - বিল্ডিং ম্যাটেরিয়াল: দ্য মেমোয়ার অব অ্যা পার্ক এভিনিউ ডোরম্যান

৫. এলিস গ্রাহাম - বুক অ্যান্ড ড্যাগার 

৬. ইসাবেলা হাম্মাদ - রিকগনাইজিং দ্য স্ট্রেঞ্জার: অন প্যালেস্টাইন অ্যান্ড ন্যারেটিভ

৭. অ্যাশলে স্পেনসার - ডিজনি হাই: দ্য আনটোল্ড স্টোরি অব দ্য রাইজ অ্যান্ড ফল অব ডিজনি চ্যানেলস টুইন এম্পায়ার

৮. ম্যাথিউ জাপ্রুডার - আই লাভ হেয়ারিং ইয়োর ড্রিমস 

৯. ফার্নুশ ফাথি - গ্র্যানি ক্লাউড 

১০. অগাস্ট ক্লেইনজাহলার - অ্যা হিস্টোরি অব ওয়েস্টার্ন মিউজিক

১১. জ্যামি অ্যাটেনবার্গ - অ্যা রিজন টু সি ইউ এগেইন

১২. রিচার্ড পাওয়ার্স - প্লে গ্রাউন্ড 

সূত্র: লিটহাব  

Comments

    Please login to post comment. Login