পোস্টস

কবিতা

ভাবানুবাদ কবিতা: 'জন্মেছি কেবল মরতে!'

২৫ সেপ্টেম্বর ২০২৪

মেহেদী হাসান

মূল লেখক Tim O’Brien

 

উৎসর্গ : Shaheed Lt. Tanzim S Nirzon

 

জন্মেছি কেবল মরতে!
------------------
যুদ্ধের মাটিতে যদি আমি পড়ে যাই,  
কফিনে পুরে আমায় বাড়ি পাঠিয়ো ভাই,  

সাজিয়ে দিও পদকগুলো নিথর বুকে মোর,
মাকে বলে দিও, সবটা দিয়ে লড়েছে ছেলে তোর!

বাবাকে বলো মাথা তুলে যেন চিন্তা ছুড়ে ফেলে,  
ন্যুয়ে দিতে তারে দুশ্চিন্তা আর দিবে না এখন ছেলে

ভাইকে বলো মোর, মন দিয়ে যেন পড়াশোনাটা সে করে,  
আমার দু'চাকার চাবি আজি থেকে তারই হবে যে চিরতরে!

আমার বোনকে বলো, থাকে না যেন সে রেগে
এই সূর্যাস্তের পরে জ্বালাতে তারে উঠবে না ভাই আর জেগে!  

আমার ভালোবাসাকে বলো চোখের জল মুছে ফেলতে...  
"কারণ আমি একজন সৈনিক, জন্মেছি কেবল মরতে!"

আমার দেশকে বলো তার চোখের জল মুছে ফেলতে...  
আরেহ্! 
'আমি তো একজন সৈনিক!, জন্মেছি কেবল মরতে!'

কবিতাটি অনুবাদ করার জন্য সাজেস্ট করায় Imtiaz Ahmed ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। 🌺