Posts

কবিতা

তুমিও হবে বনসাই

September 25, 2024

সুকান্ত সোম

327
View

আষ্টে পৃষ্টে বেধে আমারে

রেখেছ করে

বনসাই

চোখে মুখে তোমার

সুখের অট্টহাসি

যদি দিতে আমারে

এক পশলা স্বাধীনতা

স্বাভাবিকতার

দিতাম ছায়া

দিতাম মায়া

যেমন দিত ঔরশ তোমার

যখন তোমার বেলা গড়ায়

হয়তো দিতাম স্বস্তির শ্বাস

এক বেলার আহার

করে আমারে বনসাই

দেখ বাহার,

বাচলে তুমিও হবে

শেষ বেলায় এমন

করেছ বনসাই আমারে যেমন।


 

Comments

    Please login to post comment. Login