আষ্টে পৃষ্টে বেধে আমারে
রেখেছ করে
বনসাই
চোখে মুখে তোমার
সুখের অট্টহাসি
যদি দিতে আমারে
এক পশলা স্বাধীনতা
স্বাভাবিকতার
দিতাম ছায়া
দিতাম মায়া
যেমন দিত ঔরশ তোমার
যখন তোমার বেলা গড়ায়
হয়তো দিতাম স্বস্তির শ্বাস
এক বেলার আহার
করে আমারে বনসাই
দেখ বাহার,
বাচলে তুমিও হবে
শেষ বেলায় এমন
করেছ বনসাই আমারে যেমন।