এ শহরে ভালোবাসা নেই—
ভালোবাসা নেই এ নগরে।
তোমায় খুঁজেছি কত—
ভালোবাসা ছিলো যত।
জমিয়ে রেখেছি নীল খামে
খুব যতনে বুকের বামে।
বর্ষা মুখর বৃষ্টিজলে—
ভেসে যাওয়া শুকনো পাতার মত।
ভেসে ভেসে গেছি কত ঘর দুয়ারে।
এ শহরে ভালোবাসা নেই
ভালোবাসা নেই এ নগরে।
ধুলো জমা বিষাদের ব্যাথা—
ঘর ছাড়ে না একলা থাকা।
আসবে তুমি ফিরে—
পুরোনো কোনো স্মৃতির রিলে।
এলোমেলো যত ভাবনা ভেবে,
কত কত রাত ঘুম এঁকেছি;
খোলা চোখের পাতায়।
শুধু তোমার অপেক্ষায়।
বুকের ভেতর জমছে বরফ—
চোখের জল আর মিশেনা সাগরে।
এ শহরে ভালোবাসা নেই—
ভালোবাসা নেই এ নগরে।
দিক দিশা তো ভুলেই গেছি—
মরবো কবে?মরলেই বাঁচি।
তোমার জন্যেই বেঁচে আছি।
কত সাধ আর কত স্মৃতি—
ঘর বেঁধেছে মনের ডোবায়।
ভাবনারা সব তোমায় ভাবায়।
ঘুম আসেনা মাঝরাত্রিরে।
এ শহরে ভালোবাসা নেই—
ভালোবাসা নেই এ নগরে।
তোমায় খুঁজেছি কত—
ভালোবাসা ছিলো যত।
জমিয়ে রেখেছি নীল খামে —
খুব যতনে বুকের বামে
বর্ষামুখর বৃষ্টিজলে—
ভেসে যাওয়া শুকনো পাতার মত।
ভেসে ভেসে গেছি কত ঘর দুয়ারে।
এই শহরে ভালোবাসা নেই
ভালোবাসা নেই এই নগরে।