Posts

বাংলা সাহিত্য

এ শহরে ভালোবাসা নেই

September 25, 2024

সর্দার ইমাম

167
View

এ শহরে ভালোবাসা নেই—
ভালোবাসা নেই এ নগরে।
তোমায় খুঁজেছি কত—
ভালোবাসা ছিলো যত।
জমিয়ে রেখেছি নীল খামে
খুব যতনে বুকের বামে।
বর্ষা মুখর  বৃষ্টিজলে—
ভেসে যাওয়া শুকনো পাতার মত।
ভেসে ভেসে গেছি কত ঘর দুয়ারে।
এ শহরে ভালোবাসা নেই
ভালোবাসা নেই এ নগরে।

ধুলো জমা বিষাদের ব্যাথা—
ঘর ছাড়ে না একলা থাকা।
আসবে তুমি ফিরে—
পুরোনো কোনো স্মৃতির রিলে।
এলোমেলো যত ভাবনা  ভেবে,
কত কত রাত ঘুম এঁকেছি;
খোলা চোখের পাতায়।
শুধু তোমার অপেক্ষায়। 
বুকের ভেতর জমছে বরফ—
চোখের জল আর মিশেনা সাগরে।
এ শহরে ভালোবাসা নেই—  
ভালোবাসা নেই এ নগরে।

দিক দিশা তো ভুলেই গেছি—
মরবো কবে?মরলেই বাঁচি।
তোমার জন্যেই বেঁচে আছি।
কত সাধ আর কত স্মৃতি—
ঘর বেঁধেছে মনের ডোবায়।
ভাবনারা সব তোমায় ভাবায়।
ঘুম আসেনা মাঝরাত্রিরে।
এ শহরে ভালোবাসা নেই—
ভালোবাসা নেই এ নগরে।

তোমায় খুঁজেছি কত—
ভালোবাসা ছিলো যত।
জমিয়ে রেখেছি নীল খামে —
খুব যতনে বুকের বামে
বর্ষামুখর বৃষ্টিজলে—
ভেসে যাওয়া শুকনো পাতার মত।
ভেসে ভেসে গেছি কত ঘর দুয়ারে।
এই শহরে ভালোবাসা নেই
ভালোবাসা নেই এই নগরে।

Comments

    Please login to post comment. Login