বৃষ্টির শব্দ শুনে পরে সেখানে বসে/
বিশ্রাম নেবার মত করে/
বৃষ্টির শব্দ পড়ে আরো আরো গাড়ো হলে/
যেন যুগান্তরের যত ক্লান্তি গেলে/ কারো গান শুনে/
বহুদিন পরে হলে কোন প্রেমিকার মত/
যেন কত চিনে আমারে/
আমি তারে শুনে নেই চিলেকোঠায় বসে/
বৃষ্টির শব্দ শুনে পরে সেখানে বসে/
বিশ্রাম নেবার মত করে/
বৃষ্টির শব্দ পড়ে আরো আরো গাড়ো হলে/
যেন যুগান্তরের যত ক্লান্তি গেলে/ কারো গান শুনে/
বহুদিন পরে হলে কোন প্রেমিকার মত/
যেন কত চিনে আমারে/
আমি তারে শুনে নেই চিলেকোঠায় বসে/