Posts

চিন্তা

কোথায় তুমি?

September 26, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

162
View

তুমি কথা বলা বন্ধ করার পর আমি অনেক বদলে গেছি।

আগে যেখানে প্রতিদিন একটি করে বই শেষ করতাম!  মনের সুখে কবিতা লিখতাম।

মনের আনন্দে ঘুড়ে বেড়াতাম। এখন নিজেকে খুব একটা অনুভব করতে পারিনা। যেনো মনে হয় নিজেকে হাড়িয়ে ফেলেছি।

আজকাল খুশি থাকার খুব একটা কারণ খুজে পাইনা। সারাকাল শেষে যখন ঘড়ে প্রবেশ করি। অজানা এক মন খারাপে হাড়িয়ে যাই।

তুমি এক ব্যাস্ত নগরীতে দিন পার করছো আনন্দের সাথে।

আমিও করছি, তবে আনন্দে না, চাপা কষ্টে।

আমি  তোমায় প্রতি মুহুর্তে প্রতি স্থানে অনুভব করতে পারি। তুমি কি পারো?

কতো গুলো দিন পেরিয়ে গেলো দিন-পঞ্জিকায় দেখেছো কি?

এর মধ্যেই পঞ্জিকার পাতা কয়েকবার পরিবর্তন হয়েছে। তোমার হয়তো সেদিকে খেয়াল নেই। কিন্তু দেখো! আমি আজও সেই প্রতিক্ষায় দাঁড়িয়ে আছি।

আজও ভাবছি হয়তো হঠাৎ একদিন আমার ফোন কেপে উঠবে তোমার দেয়া কলে।

হয়তো ফোনের ওপাশ থেকে তোমার কন্ঠস্বর ভেসে আসবে। হয়তো সেই কন্ঠস্বর বলবে সে কতোটা মায়া করে আমাকে।

প্রতিক্ষায় প্রতিক্ষায় আজও আমি তোমার পথ চেয়ে আছি। কিন্তু তোমার যে আর খোজ নেই। কোথায় তুমি?

© সাকু মিয়া

Comments

    Please login to post comment. Login