পোস্টস

কবিতা

নদীর কথা

২৬ সেপ্টেম্বর ২০২৪

Shumon Masum

মূল লেখক আমি

শান্ত নদীর জলের কথা আমি অনেক শুনেছি/

সবাই ওইসব নিয়ে লিখতে লিখতে ব্যাপারটা গতানুগতিক করে ফেলছে/

আসার গল্প ওই পারে যাওয়ার গল্প/

নিজের মতো করে ব্যাখ্যা করো সব/

কিসে তার ভালো লাগে?

কখন যে বিরক্ত হয়?

শান্ত নদীর জলের কথা আমি অনেক শুনেছি/

শহরে বাস করা মানুষের  এসবের বাসনা কয়জনের?

নদীরে বুঝে শুধু নদী পারের মানুষেরা/

ওই যে বানে নিয়ে গেল  ঘরবাড়ি মানুষ/

তখন কি মানুষের মন বুঝেছিল জলে?

প্রবাদ এর কথার মত শুনি/ 

স্রোতার কাল কারো জন্য অপেক্ষা করে না/

সময় হলে শান্ত হয়ে যায়/ কার রাগে কার অনুরাগে তার কি আসে যায়?

তারে বুঝে শুধু তার মানুষেরা/

যদি সে শান্ত থাকে/তবু সে নিজের মতই চলে/ 

দুঃখ ভেসে যায় বা সুখ/

মানুষের ভাব বুঝার তার সময় নেই/তবু ও

অনেক শুনেছি শান্ত নদীর কথা/