Posts

নিউজ

বাংলা একাডেমির বানানরীতি পরিবর্তনের দাবি

September 26, 2024

নিউজ ফ্যাক্টরি

103
View

বাংলা একাডেমির আরোপিত বানানরীতি পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। সম্প্রতি এই সংগঠনটির নেতারা বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মাদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি করেন। তারা ১৪ দফা সংবলিত একটি স্মারকলিপিও দেন।

স্মারকলিপিতে বাংলা একাডেমির নতুন বানানরীতি বাতিল করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় গত ১৬ বছরে দেওয়া সব পদক ও পুরস্কার বাতিল, একাডেমির পত্রিকা উত্তরাধিকারকে গতিশীল করার দাবি জানানো হয়।

এছাড়া একুশে বইমেলাকে ফ্যাসিস্টবিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করার পাশাপাশি আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষার আহ্বান জানানো হয়।   জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এবিএম সোহেল রশিদ, নূরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর।  

Comments

    Please login to post comment. Login