Posts

কবিতা

ইলিশ খাব! ইলিশ খাব!

September 27, 2024

আহমেদ সাব্বির

ইলিশ খাব! ইলিশ খাব!

আহমেদ সাব্বির

ইলিশ খাব! ইলিশ খাব! খুব তো নাচানাচি

মন–মগজে উত্তেজনা কোন জগতে আছি!

পকেটে নাই পয়সাকড়ি মুখেই আদিখ্যেতা

ভাত জোটে না, তাতে আবার ইলিশ মাছের ক্রেতা!

ইলিশ খাওয়া খুব কি সোজা? খুব কি উপকারী?

চিকন কাঁটা আটকে গলায় মরতেও তো পারি?

পাওয়ার আগে অনেক কিছু খাওয়ার খায়েশ জাগে

কেউ কি জানে রাঁধতে ইলিশ কত পেঁয়াজ লাগে?

সস্তা দরে ইলিশ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে

ইলিশ খাওয়া বারণ, যাদের ঋণের বোঝা ঘাড়ে।

ইলিশ খেলে অ্যালার্জি হয় চুলকানি দেয় উঁকি

না খাওয়ারাই এই জগতে সুস্থ এবং সুখী।

ইলিশ খেলে কিডনি–লিভার উঠতে পারে ফুলে

ইলিশ দায়ী ধনী-গরিব বৈষম্যের মূলে।

শ্বাসকষ্টের উৎস ইলিশ, খোসপাঁচড়ার হোতা

এমন মাছের রাজা হওয়ার নেই কোনো যোগ্যতা।

মাছবাজারে উঠলে ইলিশ হামলে পড়ে জাতি

হুমড়ি খেয়ে দেখতে গিয়ে ঝগড়া হাতাহাতি।

দাম শুনে ঘাম ঝরতে থাকে, বাড়তে থাকে দেনা

ফেসবুকীয় আবেগ দিয়ে যায় না ইলিশ কেনা।

ইলিশ এখন এলিট শ্রেণির, বিলাসবহুল অতি

ইলিশ বাড়ায় সম্প্রীতিবোধ প্রতিবেশীর প্রতি।

ইলিশ দিলে অটুট থাকে সম্পর্কের সুতো

নেতিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা হবেই দ্রুত।

প্রতিবেশী খাক না ইলিশ, সমস্যা কি তাতে?

আমরা খাব সিলভার কার্প টাটকা গরম ভাতে।

ইলিশ নিয়ে বন্ধ করো দ্বন্দ্ব খোঁচাখুঁচি

মাছের রাজা ট্যাবলেট মাছ, সঙ্গে পেঁয়াজকুচি।

Comments

    Please login to post comment. Login