Posts

নিউজ

ফিলিস্তিনি কেফিয়াহ নিষেধাজ্ঞার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যান করলেন পুলিৎজারজয়ী ঝুম্পা লাহিড়ী

September 27, 2024

নিউজ ফ্যাক্টরি

পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ঝুম্পা লাহিড়ী নিউ ইয়র্ক সিটির নোগুচি মিউজিয়াম থেকে একটি পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন। কারণ সম্প্রতি এই জাদুঘর কর্তৃপক্ষ ফিলিস্তিনি সংহতির প্রতীক কেফিয়াহ বা মাথার স্কার্ফ পরার জন্য তাদের তিন কর্মচারীকে বরখাস্ত করেছে।    

২৫ সেপ্টেম্বর নোগুচি মিউজিয়াম এক বিবৃতিতে বলেছে, আমাদের আপডেট হওয়া ড্রেস কোড নীতির প্রতিক্রিয়ায় ঝুম্পা লাহিড়ী চলতি বছরের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন।   

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করি। আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের এই ড্রেস কোড নীতির সঙ্গে সবাই একমত নাও হতে পারেন। 

প্রায় ৪০ বছর আগে জাপানি-আমেরিকান ডিজাইনার এবং ভাস্কর ইসামু নোগুচি এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। গত আগস্ট মাসে জাদুঘর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, কর্মক্ষেত্রে তাদের কর্মচারীরা রাজনৈতিক বার্তা, স্লোগান বা প্রতীক প্রকাশ করে এমন কোনো পোশাক পরতে পারবেন না।       

ঝুম্পা লাহিড়ী ২০০০ সালে ‘ইন্টারপ্রেটার অব ম্যালাডিস’ বইয়ের জন্য ফিকশন বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। একই বছর এই বইয়ের জন্য তিনি হেমিংওয়ে ফাউন্ডেশন/পেন অ্যাওয়ার্ড জিতেছিলেন। ১৯৯৯ সালে প্রকাশিত বইটি ৯টি ছোট গল্পের একটি সংকলন। এটি বিশ্বব্যাপী ১ কোটি ৫০ লাখের বেশি বিক্রি হয়েছে।        

উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের অবসানের দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা কালো-সাদা রঙের কেফিয়াহ পরে প্রতিবাদ করছেন। এটিকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকেও বিভিন্ন অনুষ্ঠানে এই স্কার্ফ পরতে দেখা গেছে। 

সূত্র: আল জাজিরা 

Comments

    Please login to post comment. Login