Posts

কবিতা

স্রষ্টা ভাল থাকুন আপনি

September 28, 2024

সুকান্ত সোম

293
View

ভাল থাকুন স্রষ্টা!

আপনার সঙ্গী ওপারের সবাইকে নিয়ে ভাল থাকুন, 

আর ভাল থাকুক তারা, উপর তলার মানুষ গুলো

যারা আপনার নিকট হতে হাত দুরত্বে রয়েছে।

গিট না ছড়ানো বাশ বেয়ে উঠে যাক তারা তরতর করে বিপদের গন্ধ পেলে।

ছুয়ে দিক আপনাকে,

হাত উচিয়ে বলুক তার স্রষ্টা জয়ী।

উপর থেকে কিছু গন্ধ যদি পেয়ে জান সঙ্গী সাথিদের নিয়ে ছিটিয়ে দিন থুতুর বৃষ্টি

সেই বৃষ্টিতে ভেসে যাক নিচতলার মানুষ গুলোর পয়সাহীন অহমিকা।

নর্দমার কীটের মত কিলবিল করা ছোট ছোট মানুষ গুলো আপনাদের বায়ু নিঃসরনের বিস্ফোরনে ছিন্নভিন্ন হয়ে যাক, দেহ থেকে মস্তক উড়ে যাক।

এক নিমিষেই মিটে যাক তাদের ভাল থাকার অভিনয়।

স্রষ্টা ভাল থাকুন আপনি আর আপনার আপনজন।

Comments

    Please login to post comment. Login