Posts

কবিতা

শেষ বিকেলের ঘ্রান আমাকে প্রেমিক করে তোলে,

September 28, 2024

সুকান্ত সোম

249
View

শেষ বিকেলের ঘ্রান আমাকে প্রেমিক করে তোলে, 

আহবান করে অনন্তকালের বুকে

 নিঃশেষে নিশ্বাস বাণ নিক্ষেপ করে রক্তাক্ত করি অবলীলায়।

নিষ্পলকে আবাহন করি নিশাচরের বেশে অবশেষে নিশি যাপনে নিবিষ্ট হই।

সৌম বিকেলের ঘ্রান হাতছানি দেয়

নেশার প্রলয়ের বলয়ে যেন বিলায় নিজেকে খেলার ছলে।

কি করে নষ্ট করি, সে বিকেল যে বিকেল আমাকে নির্মল প্রেমিক করে তোলে,

Comments

    Please login to post comment. Login