বন্ধুতা
দূরে যাও, দূরে
দুঃখ হও, দুঃখ
দুঃখের মতো গভীর বন্ধু নেই।
দুঃখের মতো স্বাধীন সুখ নেই।
দূরে যাও, যাও
যতটা দূরে সূর্য থাকে বলে
বুকের বেলুনে দুঃখ মরে না
দুঃখ বাঁচে, বাঁচে
মানুষ বাঁচে, বাঁচে
বাঁচা মানে বুকের বেলুন ভরা বাতাস
বাঁচা মানে প্রেম, মানে দুঃখ-অংশুমান
ভার্চুয়াল হাওয়ার ভেতরে
ডাল পুড়ে যায়
চুলায়
ইউটুব চলে ঠিক!
এদিকে, শোনো
বউ পালাতে
নূপুর বাজে না
পড়ে নাতো
পানের পিক!
জামাইবাবু মুচকি হাসেন
অন্যলোকে জানে কি,
তার তো কোনো টান নেই
তারেও টানে খানকি!
রিয়া ও রক্তগোলাপ
‘রিয়া, রিয়া’ করে মায়
ওপার হতে বলছে রিয়ায়
‘ভয় পেয়ো না আমার মা
আমরা কেউ একলা না’!
‘পানি চাই, পানি চাই’
ডাকছে শোনো মুগ্ধ ভাই!
মুগ্ধ চোখে মুগ্ধ দেখে
রক্তে মেখে রক্তে মেখে
রক্তগোলাপ ফোটেছে
খুনিরা সবাই পলাইছে।