রাতটুকু ঠাসা অন্ধকারে
কৃপণ আলোয় ভরা জ্যোৎস্না দিয়ে গেছে স্বপ্ন অপার
তাইতো গভীর রাতের নিস্তব্ধতায়-স্মৃতির চৌহদ্দি জুড়ে করুণার থলি হাতে দাঁড়িয়ে থাকি একা একা, কবিতায় শব্দকে সাজাবো বলে
বিষাদের অতল নদীর বুকে তৃষ্ণার ঢেউ ছাড়া কিবা আর থাকলো দেবার ঋণগ্রস্ত পূর্ণিমার?
তবু আজ খাতাভরে জমিয়েছি অযুত বর্ষের অভিশাপ
আঁধারের বুক চিরে জমিয়েছি দু'চোখের ঋণ
অজ্ঞাত রয়ে গেলো, হলো কিনা কবিতায় আসা
জেনে নাও আগামীর কবি, কতটা বা জাগিয়েছি তোমাদের সোনাঝরা দিন?
হে কবি! কিবা আর দেবার আছে এ আমার, নিঃসঙ্গ রাত্রির অন্ধকার ছাড়া?
পতঙ্গের আলোর আভায় ছোটার অভ্যাসে, কবি জাগে, কবি ভাসে স্বপ্নের মরীচিকায়, যদি বা পায় সন্ধান সুমহান আকাশ গাঙ্গে সাঁতরানোর সূত্র বাকীটুকুর।