সংস্কৃতির রাজধানী ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন ঐতিহাসিক মূলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্র গ্রামের নাম শেরপুর। অদের খাল ঘেঁষা শেরপুর গ্রাম ৩৫০ বছর ধরে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে চলেছে।
➤ একনজরে শেরপুর গ্রাম-যে গ্রামে রয়েছেঃ
২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়
১ টি কিন্ডারগার্টেন স্কুল,
১ টি হাফেজিয়া মাদ্রাসা / এতিমখানা
৩ টি মসজিদ,
১ টি ঈদগাহ মাঠ,
১ টি খেলার মাঠ,
১ টি কমিউনিটি ক্লিনিক
(শেরপুর জয়পুর কমিউনিটি ক্লিনিক)।
৫ টি ছোট বড় কবরস্থান,
৩ টি ছোটো/বড়ো পুকুর।
৪ টি গোষ্ঠী/গোত্র
➤ আরও যাকিছু রয়েছে:
(১) আয়তন: প্রায় ১.৫ বর্গকিলোমিটার
(২) জনসংখ্যা: ৪৫০০ জন (প্রায়)
(৩) পুরুষ ও মহিলা অনুপাত: ৪৫ঃ৫৫
(৪) মোট ভোটার: ২২০০ জন
(৫) শিক্ষার হার: ৬৫%
(৬) দারিদ্রতার হার: ৪%
(৭) ওয়ার্ড সংখ্যা: ০১টি
(৮) মৌজার সংখ্যা: ০১টি
(৯) বীর মুক্তিযোদ্ধার সংখ্যা: ৫ জন
➤ সীমানা:
উত্তরে: চারগাছ
দক্ষিণে: মেহারী
পশ্চিমে: বল্লভপুর
পূর্বে: চারগাছ ও জমশেরপুর।
➤ পেশা:
✪ কৃষিজীবী: ১৮%
✪ প্রবাসী: ১৫%
✪ চাকুরীজীবি: ২৫%
✪ ব্যবসায়ী: ২৭%
✪ অনান্য: ১৫%
🇧🇩 মুক্তিযুদ্ধে শেরপুর:
১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে শেরপুর থেকে কাইতলা গুলিবিনিময় হয়। গোয়ালীর দিকেও পাকবাহিনী এখান থেকে গুলি ছুড়ে। মোঃ আব্দুর রহিম মেম্বারের বাবা মোঃ আবুল বাশার পাক সেনার গুলিতে শহিদ হন। পরে তাঁকে গোয়ালী কবরস্থান সমাহিত করা হয়।
✪ শিক্ষা প্রতিষ্ঠান:
(১) শেরপুর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় । (২) শেরপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
➤ শেরপুর-জয়পুর সরকারি প্রথমিক বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে দুই গ্রামের বাতিঘর।
✪ তিনটি মসজিদ:
(১) শেরপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ । (২) শেরপুর উত্তরপাড়া জামে মসজিদ ।
(৩) শেরপুর পূর্বপাড়া জামে মসজিদ ।
✪ মাদ্রাসা আছে একটি:
(১) শেরপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ।
✪ গোষ্ঠী /গোত্র গুলোর নাম:
(১) শেরপুর মনসুর গোষ্ঠী
(২) শেরপুর আড়াই গোষ্ঠী
(৩) শেরপুর আদম গোষ্ঠী
(৪) শেরপুর পাঠান গোষ্ঠী
✪ সামাজিক ও ক্রীড়া সংগঠন:
(১) শেরপুর পূর্বপাড়া মানব কল্যাণ সংগঠন
(২) শেরপুর পশ্চিম পাড়া একতা মানব কল্যাণ যুব সংগঠন
(৩) শেরপুর মধ্যপাড়া স্টুডেন্ট ওয়েলফার যুব সংগঠন
✪ বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা:
(১) মৃত বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া
(২) মৃত বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হাজী
(৩) বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ
(৪) মৃত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া
(৫) মৃত বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান (হামদু)
✪ গুণী /বরেণ্য ব্যক্তিবর্গের নামের তালিকা:
★ মৃত দেলোয়ার হোসেন দুলু( মহাজন)
★ হাজী মৃত মোঃ করিম হাজী
★ মৃত মোহাম্মদ নুরু সরদার
★ মৃত আব্দুল কাদির হাজী
★ মোঃ হুমায়ুন আহমেদ
★ আব্দুল হেকিম মেম্বার (শেরপুর-জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা)
★ মোঃ নানু মেম্বার (শেরপুর-জয়পুর প্রাথমিক বিদ্যালয়/ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি)
★ মৃত আশিকুর রহমান বাবলু
★ ইঞ্জিনিয়ার শফিউল আলম পাপ্পু
★ ইঞ্জিনিয়ার নাঈম ইসলাম
★ সাব ইন্সপেক্টর বাবু
★ কম্পিউটার ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন
★মোঃ মনোয়ার হোসেন
★ ল্যান্স নায়েক মৃত আনোয়ার হোসেন
★ ল্যান্স নায়েক সবুজ সৈকত
★ রাজীব আহমেদ
★ মোঃ মিন্টু মহাজন
★ মৃত মোঃ সুদন সরদার
★ মোঃ গয়া আলী মেম্বার।
★মৃত মোঃ মনির সরদার ( এই সরদারের নামানুসারে কসবায় একটি গ্রামের নামকরণ হয়েছে- নাম মঞ্চং (বিনাউটি ইউনিয়ন )
★মোহাম্মদ সেলিম
ডিএমডি (বিসিক ব্যাংক)
★ মোঃ বাদল মিয়া
পিতা: মোঃ আবু সাঈদ
শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
★ মোহাম্মদ আশরাফুল ইসলাম
(বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ )
★ আরিফুল ইসলাম
(বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা উপ- বিষয়ক সম্পাদক) ।
✪ শিক্ষকগণের নামের তালিকা:
(১) মোঃ জামাল উদ্দিন
হেড মাওলানা চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।
(২) মাওলানা মোসলেম উদ্দিন
(৩) মাওলানা সিরাজুল ইসলাম।
(৫) খাদিজা আক্তার সাথী (শিক্ষিকা)
(৬) নুরুল ইসলাম মাস্টার ,
(৭) মৃত সুলতান মাস্টার
(৮) আফরোজা ইসলাম শেফালী (ম্যাডাম)
(৯) রুনা (ম্যাডাম)
(১০) বকুল (ম্যাডাম)
(১১) ছবি (ম্যাডাম)
(১২) শহীদ মাস্টার
(১৩) ইব্রাহিম মাস্টার
(১৪) মাওলানা শাহাবুদ্দিন আহমেদ
(১৫) মিনা আক্তার (শিক্ষিকা)
(১৬) মিনারা আলম (শিক্ষিকা ও রাজনীতিবিদ)
➤ গ্রামের প্রথম বসতি:
আয়তনে ছোট্র হলেও শেরপুর গ্রামের ইতিহাস অতি প্রাচীন। হিসাব কষে দেখা যায় প্রায় ৪৫০ বছর! জনশ্রুতি রয়েছে একসময় এখানকার জঙ্গলে বাঘ ছিলো। বাঘের এক সের শক্তি। সেই সের থেকে শেরপুর।
গ্রামের প্রথম বসতির নাম মোঃ ছাচাই বা ছাছাই। মোঃ ছাছাই এর ভাইয়ের (নাম জানা সম্ভব হয়নি) ছেলের নাম মোঃ আড়াই। যে নামে শেরপুর আড়াই গোষ্ঠী। মোঃ আড়াই এবং মোঃ আসাদ চার ভাই। মোঃ আসাদের পরবর্তী বংশধর মনসুর গোষ্ঠী।
শেরপুর গ্রামের আদি বসতি মোঃ ছাছাই এর ৬ষ্ঠ প্রজন্মের পুরুষ হচ্ছেন মাওলানা মোঃ জামাল উল্লাহ্।
মাওলানা মোঃ জামাল উল্লাহ্ এর পিতার নাম-
মৌলভী মোঃ মোসলে উদ্দিন এর পিতার নাম-
মুন্সি মোঃ আক্তারুজ্জামান এর পিতার নাম-
মুন্সি মোঃ তকদীল হোসেন এর পিতার নাম-
মোঃ বসুর উদ্দিন এর পিতার নাম-
মোঃ ছাছাই
➤ শেরপুরপুর গ্রামের নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত "কসবা উপজেলার ইতিবৃত্তে" শেরপুরপুর গ্রামের নামকরণ বিষয়ে চমৎকার দু'টো তথ্য পাওয়া যায়।
(১) গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, "তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক এ গ্রামের নামকরণ করা হয় শেরপুর। কিন্তু ১৯১০-১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় উক্ত গ্রামের নাম খোঁজে পাওয়া যায়নি। তাই এ তথ্যটি গ্রহণযোগ্য নয়
(২) আবার কারো কারো মতে, উক্ত জনপদে বসবাসকারী কোনো ব্যক্তি তার কাজ কিংবা কথা দ্বারা জনপদের মানুষকে আকৃষ্ট করেছিল। তিনি ছিলেন খুবই বাগ্মী ও শক্তিশালী। তার গায়ে এতই শক্তি সাহস ছিল যে, কেউ কেউ তাকে বাঘের এক সের শক্তির সাথে তুলনা করত। সেই সের থেকেই গ্রামের নাম হয় শেরপুর। পুর শব্দটির অর্থ অনেক বুঝালেও স্থান নামের ক্ষেত্রে বর্তমান অর্থ গৃহ, গ্রাম বা নগর ইত্যাদি। আর শের অর্থ শক্তি সাহস।
➤ তথ্যঋণ:
কথোপকথন:
(১) মাওলানা মোঃ জামাল উল্লাহ্।
পিতার- মৌলভী মোঃ মোসলে উদ্দিন
(২) কবি হাসিনা আক্তার সুমি ,(পিতা :হাজী শফিকুল ইসলাম দুলাল )
(৩) মোঃ সোহেল রানা
পিতা: মোঃ আতিকুর রহমান (শিশু মিয়া)
(৪) ব্যক্তিগত সংগ্রহ।
🖊️তথ্য সংগ্রহ, লেখা ও গবেষণা: এস এম শাহনূর
(লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত)।