পোস্টস

নিউজ

বুকারের শর্টলিস্টে স্থান পাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই নারী

২৯ সেপ্টেম্বর ২০২৪

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরের বুকার প্রাইজের শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুকারের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় স্থান পাওয়া ৬ জন লেখকের মধ্যে ৫ জনই নারী।

মর্যাদাবান এই ব্রিটিশ সাহিত্য পুরস্কারের ৫৫ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক নারী সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। এই নারী লেখকেরা হলেন, র‍্যাচেল কুশনার, অ্যান মাইকেলস, সামান্থা হার্ভে, ইয়ায়েল ভ্যান ডের উডেন এবং শার্লট উড।

সামান্থা হার্ভের উপন্যাস ‘অরবিটাল’ বুকারের সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত হয়েছে। হার্ভে এই তালিকায় স্থান পাওয়া একমাত্র ব্রিটিশ লেখক।   

ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’  বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকার জন্য নির্বাচিত হয়েছে। উপন্যাসটি চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়। এটি তার প্রথম উপন্যাস। এবারই প্রথম কোনো ডাচ লেখকের বই এই তালিকায় জায়গা পেল।   

কানাডিয়ান কবি এবং উপন্যাসিক অ্যান মাইকেলসকে তার তৃতীয় উপন্যাস ‘হেল্ড’ এর জন্য বাছাই করা হয়েছে। বইটি ২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত হয়েছিল।  

মার্কিন লেখক র‍্যাচেল কুশনার ‘ক্রিয়েশন লেক’ এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন। থ্রিলারধর্মী এই উপন্যাসটি চলতি বছরের আগস্টে প্রকাশিত হয়। 

এক দশক পর কোনো অস্ট্রেলিয়ান লেখক বুকারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন। ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’ উপন্যাসের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। সাইকোলজিকাল এই ফিকশনটি গত বছর প্রকাশিত হয়েছিল। 

এবারের শর্টলিস্টের একমাত্র পুরুষ হলেন মার্কিন লেখক পার্সিভাল এভারেট। তার উপন্যাস ‘জেমস’ এই তালিকার জন্য মনোনীত হয়েছে। বইটি ২০২৪ সালে প্রকাশিত হয়।

এদিকে ১২ নভেম্বর লন্ডনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পাবেন। আইরিশ-ব্রিটিশ উপন্যাসিক আইরিস মারডকের সম্মানে এই ট্রফির নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে 'মিডনাইটস চিলড্রেন' এর জন্য সালমান রুশদি এবং 'দ্য রিমেইন্স অব দ্য ডে' এর জন্য কাজুও ইশিগুরো এই পুরস্কারটি পান। 

সূত্র: দ্য গার্ডিয়ান