Posts

পোস্ট

পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য

September 30, 2024

Subrato Adhikary

336
View

আপনি জানেন কি পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য "মহাভারত"!

মহাভারত ছাড়াও আরও কিছু মহাকাব্য পৃথিবীতে আছে। যেমনঃ  রামায়ণ, দি ইলিয়াড, ওডিসি, বিওয়াল্ফ প্রভৃতি। প্রাচীনকালের মহাকাব্য এই মহাভারত ঠিক কবে রচিত হয়েছিলো তা স্পষ্ট করে বলা যায় না। তবে ধারণা করা হয় খ্রী.পূ. ৪র্থ – ৪র্থ খ্ৰীষ্টাব্দের মধ্যে " মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস " মহাভারত সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন।

মহাভারতে ৩১৮টি অধ্যায় ও ১৬৩৭৪ শ্লোক রয়েছে। এই মহাকাব্যের প্লট ছিলো কুরুক্ষেত্রের যুদ্ধ যা ধর্মযুদ্ধ নামে খ্যাত। কৌরব ও পাণ্ডব বংশের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিলো। নানান চরিত্রের মধ্যে শ্রীকৃষ্ণ মধ্যমণি হয়ে বসে আছেন এই মহাকাব্যে। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের স্থায়িত্বকাল ছিলো ১৮ দিন।

#মহাকাব্য #মহাভারত #সংস্কৃত #শ্রীকৃষ্ণ #ধর্মযুদ্ধ #যুদ্ধ

Comments

    Please login to post comment. Login