Posts

গল্প

ইচ্ছে পূরণ

May 8, 2024

সঞ্জয় কুমার

110
View

তুমি শুধুমাত্র ভবিষ্যৎ জানতে চাওয়ার ক্ষমতা চেয়েছো তাই তোমাকে সেই ক্ষমতা দিলাম তবে, কিছু শর্ত তোমাকে মানতে হবে৷

তুমি শুধুমাত্র ভবিষ্যৎ দেখতে পাবে৷ সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না৷ 

সব ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত হয়না,
বেশীরভাগ ভবিষ্যৎ নিয়তি এবং কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত। 

তুমি যদি এই শর্তের বাইরে কাজ করো তাহলে 
১ম, তোমার ক্ষমতা বিলুপ্ত হবে৷
২য়, কাউকে তার নিয়তির লিখন ভঙ্গ করে তাকে তুমি ভবিষ্যৎ কোন বিপদ থেকে বাঁচাতে চাইলে, ঐ ব্যাক্তির কর্মফল তার নিয়তিকে প্রভাবিত করবেনা৷
অর্থাৎ তুমি ভবিষ্যতে যেটা দেখেছো ওটা ঘটবেই। 


সজলের এতো বছরের সাধনা আজ সফল হলো৷ ফাইনালি ভগবানের কাছ থেকে সে এই বিশেষ ক্ষমতা পেয়ে অনেক খুঁশি৷ 
নিজেকে সুপারম্যান ফিল হচ্ছে। 
তার মনেহলো এক্ষুনি ছাদে গিয়ে ক্ষমতার শক্তি পরখ করা দরকার৷
পাশের বাড়ির সদা মেজাজী কাকাকে রাস্তায় দেখা গেলো, হাতে বাজারের প্যাকেট সম্ভবত বাজারে যাচ্ছেন। 
কাকার ভবিষ্যৎ টা একটু দেখা যাক! 
একি ওনার এ অবস্থা কেন, মাছ বাজারে গিয়ে ড্রেনে পড়ছিলেন নাকি !!! 

প্রথম কয়েকদিন ভালোই গেলো, কিন্তু আজ সকালের একটা ঘটনায় তার মন প্রচন্ড খারাপ।
তার আদরের প্রিয় কুকুর টমি আজ সকালে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, যদিও সে ২ ঘন্টা আগেই সেটা বুঝতে পেরেছিলো, কিন্তু কিছু তো করার নেই! 
সে অসহায়, এই ক্ষমতা কে আজ তার অসহ্য লাগছে। বারবার মনেহচ্ছে টমির মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। যে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা যায় না সেটা না জানাই ভালো। 

Comments

    Please login to post comment. Login