উপসংহারেই সূচনা
তব বাধো কেনো মনোবাসনা ;
বটবৃক্ষ তলে শীতল ছায়া
নিস্তব্ধ নয়, এটা মরিচীকার মায়া;
ক্ষণো গণো আসিবে ঝড়
লণ্ডভণ্ড করিয়াই হইবে শীতল;
জীবিত আনিতে পারো যদি নিশ্বাস
তবে ইহা শেষ নয় শুরু, করিও বিশ্বাস;
জীবন বুনো শুনে না বাণী
আত্মবিশ্বাস রাখো
বলো সে না চলিলেও তাহাকে চালাতে জানি।