Posts

নিউজ

পার্সিভাল এভারেটের ‘জেমস’ নিয়ে সিনেমা বানাবেন স্পিলবার্গ

October 1, 2024

নিউজ ফ্যাক্টরি

আরও একটি জনপ্রিয় উপন্যাস থেকে হলিউডে সিনেমা তৈরি হচ্ছে। মার্কিন লেখক পার্সিভাল এভারেটের সর্বশেষ বেস্টসেলিং উপন্যাস ‘জেমস’ অবলম্বনে এই ছবিটি নির্মিত হবে।   

মার্ক টোয়েনের বিখ্যাত বই ‘অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’ অবলম্বনে জেমস উপন্যাসটি লিখেছেন এভারেট। এতে হাকলবেরির বন্ধু ক্রীতদাস জিমের দৃষ্টিকোণ থেকে তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী বর্ণনা করা হয়েছে। বইটি ২০২৪ সালে প্রকাশিত হয়।    

জেমস উপন্যাসটি চলতি বছরের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে। অনেকেই ধারণা করছেন, এই বইয়ের মাধ্যমেই সাহিত্য জগতের সম্মানজনক এ পুরস্কারটি পেতে যাচ্ছেন পার্সিভাল এভারেট। তিনি ২০টিরও বেশি উপন্যাস লিখেছেন। তার লেখা বইগুলো হলো, ইরেজার, দ্য ট্রিজ, ড. নো, টেলিফোন, সো মাচ ব্লু, এজাম্পসন, গডস কান্ট্রি।   

এদিকে ইউনিভার্সাল পিকচার্স জেমসের স্বত্ব কিনে নিয়েছে। অ্যাম্বলিন এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন স্টিভেন স্পিলবার্গ। এটির চিত্রনাট্য লিখবেন পার্সিভাল এভারেট। নিউজিল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা তাইকা ওয়াইতিতি সিনেমাটি পরিচালনা করবেন।  

সূত্র: লিটহাব     

Comments

    Please login to post comment. Login